আলিয়ার সুইমিং পুলে সাঁতার কাটছে মস্ত সাপ, ভিডিও শেয়ার করলেন সোনি রাজদান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের (bollywood) সবথেকে সফল অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই থাকবে আলিয়া ভাটের (alia bhatt) নাম। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে তাঁর ছবির জগতে প্রবেশ।
তারপর একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘রাজি’, ‘ বদ্রিনাধ কি দুলহানিয়া‘, ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘ডিয়ার জিন্দেগি’র মতো ছবি। এখন বলিউডে আলিয়ার রাজত্ব চলছে বললে খুব একটা ভুল বলা হয় না।
তবে এখন নেপোটিজমের দরুন প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী। প্রতিদিনই চর্চায় থাকছেন তিনি। সম্প্রতি আবারও একটি কারনে লাইমলাইট এসে পড়ল আলিয়ার ওপর। তবে বিষয়টা বেশ ভয়প্রদ। আলিয়ার বাড়ির সুইমিং পুলে দেখা গিয়েছে এক মস্ত বড় সাপ।


ভিডিও শেয়ার করেছেন আলিয়ার মা সোনি রাজদান। ভিডিওতে দেখা যাচ্ছে সুইমিং পুলের নীল জলে সাঁতার কাটছে এক মস্ত সাপ।

https://www.instagram.com/p/CCFykIcjkR8/?igshid=1euec7pc59ri2

কিছুক্ষণ পর তাকে জল থেকে উঠে একেবেঁকে এগোতে দেখা যায়। এই ঘটনা ক‍্যামেরাবন্দি করেছেন সোনি। ভিডিওর ক‍্যাপশনে লিখেছেন, ‘আমাদের সুইমিং পুলে নতুন অতিথি। একটু জল খেতে এসেছিল তারপর জলের মধ‍্যে ডুব দেয়। পরে আমরা ওকে বাগানে ছেড়ে দিই।’

https://www.instagram.com/p/CCGAplTDY72/?igshid=9ru1c77ni2xf

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সোনি রাজদান। আলিয়া, মহেশ ভাটের মতো তিনিও কমেন্ট সেকশন সীমিত করে রেখেছেন। সেখানে দেখা গিয়েছে রণবীর কাপুরের মা নীতু কাপুরের মন্তব‍্য। ভিডিওটি ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

https://www.instagram.com/p/B4fRHiYlE6K/?igshid=k1o58hu4kces

https://www.instagram.com/p/B4fW42GleY6/?igshid=10fkllqxwcjli

https://www.instagram.com/p/B4fXMfZlH4m/?igshid=1tny8zjin71b4

প্রসঙ্গত, এই সুইমিং পুলেই বহুবার সময় কাটাতে দেখা গিয়েছে আলিয়াকে। সাঁতার কাটতে ভালই পারেন তিনি, একথা সোনিই জানিয়েছেন আগে। এমনকি ‘ভগ’ ম‍্যাগাজিনের ফটোশুটেও জলের তলায় পোজ দিতে দেখা গিয়েছিল আলিয়াকে।

X