SBI-র কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর! সোমবার থেকে হতে চলেছে এই বড় পরিবর্তন

Published on:

Published on:

A big update has come for State Bank of India customers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: SBI (State Bank of India) তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোটি কোটি গ্রাহকদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, SBI সোমবার থেকে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। যা প্রত্যেক গ্রাহকের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হবে।

SBI (State Bank of India)-র কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর:

মূলত, সোমবার SBI তাদের মোবাইল অ্যাপ YONO-র একটি নতুন ভার্সন লঞ্চ করবে। এই নতুন অ্যাপটি SBI গ্রাহকদের জন্য একাধিক কাজ সহজ এবং সুবিধাজনক করে তুলবে। ইতিমধ্যেই SBI-র চেয়ারম্যান সি.এস. শেঠি এই প্রসঙ্গে জানিয়েছেন, YONO 2.0 একটি বড় আপগ্রেড হিসেবে বিবেচিত হবে। যা পূর্বের তুলনায় আরও ভালো গ্রাহক অভিজ্ঞতা প্রদান করবে এবং ব্যাঙ্কের জন্যও একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে। তিনি আরও বলেন, YONO-র আপগ্রেডেড ভার্সনের সমস্ত ফিচার্স আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ধীরে ধীরে শুধু করা হবে।

A big update has come for State Bank of India customers.

নতুন অ্যাপটি ব্যাঙ্কের জন্যও সুবিধাজনক হবে: SBI চেয়ারম্যান বলেন, ‘ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে, YONO 2.0 হল ডিজিটালাইজেশনের একটি মূল স্তম্ভ। যেখানে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য সমান কোড রয়েছে। এটি সমস্ত চ্যানেলে নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন সক্ষম করেছে এবং SBI-কে দ্রুত নতুন প্রোডাক্ট চালু করতে সাহায্য করবে। গ্রাহকদের সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং সংযোগ সম্প্রসারণের জন্য ব্যাঙ্ক YONO 2.0 ব্যবহার করতে চায়।” এদিকে, উদাহরণ দিয়ে তিনি বলেন যে, YONO 2.0 অ্যাকাউন্ট খোলার সময় বা অন্য কোনও লেনদেন করার সময় ইন্টারনেট ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং এবং ব্রাঞ্চ চ্যানেলগুলিতে একটি অভিন্ন এবং নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আরও পড়ুন: মেসি ইভেন্টে কেন ব্যর্থ কলকাতা? প্রতারিত দর্শকদের নিয়ে পতাকা ছাড়াই ক্রীড়া দফতর অভিযানের প্রস্তুতি সুকান্তর

রেপো রেট কমানোর পর SBI লোন সস্তা করেছে: জানিয়ে রাখি যে, চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে মনিটারি পলিসি কমিটির বৈঠকে RBI রেপো রেট ০.২৫ শতাংশ কমানোর পরেও SBI চেয়ারম্যান সি.এস. শেঠি ৩.০০ শতাংশ নেট ইন্টারেস্ট মার্জিন (NIM) লক্ষ্য অর্জনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বয়স ৪৫, বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, সুদের হার কমানোর পর, SBI তার রেপো-লিঙ্কড লোনের হার ০.২৫ শতাংশ কমিয়ে ৭.৯০ শতাংশ করেছে। ব্যাঙ্কটি সমস্ত মেয়াদের জন্য MCLR ০.৫ শতাংশ কমিয়েছে। SBI চেয়ারম্যান আরও বলেন যে, লোন বৃদ্ধি এবং আগামী ৫ থেকে ৬ বছর ধরে ১৫ শতাংশ পর্যাপ্ত মূলধন অনুপাত বজায় রাখার জন্য ব্যাঙ্কের ইকুইটি মূলধনের প্রয়োজন হবে না।