খেলনা কেনার জন্য টাকা জমা করছিল ৭ বছরের খুদে, দেশের জন্য সবটাই করল দান

স্বয়ং মৃত্যু দূত এসেছে পৌঁছেছে পৃথিবীতে। যেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষ মৃত্যুর সাথে মরণ লড়াই করে যাচ্ছে। আর জন্মদিন উপহার কেনার জন্য ছোট্ট খুদে যা টাকা জমিয়ে রেখেছিলো তাই দান করলো। জন্মদিনে খেলনা কেনার জন্য তিল তিল করে জমানো টাকা এই স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডেই দান করল উত্তর ২৪ পরগনার হাবড়ার পশ্চিম কামারথোমার বাসিন্দা উৎপল রায়ের ৭ বছরের ছেলে উৎসব রায়। করোনা মোকাবিলায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড করেন মুখ্যমন্ত্রী।

আর সেই খাতেই টাকা দেন ওই শিশু। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ান ছোট্ট শিশু উৎসব। শুক্রবার দুপুরে মা শীলা রায়কে নিয়ে হাবড়া থানায় আর সেখানেই আইসি গৌতম মিত্রের হাতে চেক তুলে দেয় উৎসব।

corona 1 1

করোনাতে এখনো এতো মানুষের মৃত্যু হয়েছে। টিভিতে করোনা মোকাবিলায় , রাজ্য সরকার সকলের কাছে অর্থ সাহায্য চাইছে দেখে উৎসব ঠিক করে সেও টাকা দেবে। কিন্তু সেতো অনেক ছোটো কোথা থেকে টাকা পাবে।

প্রতিবার জন্মদিন উপলক্ষে সে বাড়িতে সবার থেকে যা টাকা পেতো এবং সেই টাকা জমিয়ে সে নানা খেলনা কিনতো। কিন্তু মানবিকতা কোথাও যেন খোঁচা দিচ্ছিলো তাই এবার সব টাকা দান করলো এই শিশু ।আর উৎসব বাড়িতে জানায় যে, তার ঘটে জমানো টাকা দিয়ে খেলনা না কিনে, সেই টাকা সে দান করবে। আর এরপরে টাকা দান করা হয় ।

সম্পর্কিত খবর