বারুদের স্তুপে এ যেন অন্য বীরভূম! নবম শ্রেণীর সৃঞ্জা পাড়ি দিচ্ছে ISRO

বাংলাহান্ট ডেস্ক : বোমাবাজি থেকে দুর্নীতি, বিগত কয়েক মাসে এই ধরনের অসামাজিক কাজের জন্য বারবার খবরের শিরোনামে এসেছে বীরভূম (Birbhum)। নানা ধরনের রাজনৈতিক অশান্তির জন্য গত কয়েক বছর ধরে অশান্ত বীরভূমের নানুর। কিন্তু সেই চেনা ছবির এবার যেন খানিকটা বদল হলো। বীরভূমের নানুরের নবম শ্রেণীর ছাত্রী পাড়ি দিচ্ছে ইসরোতে।

আর কিছুদিন পরেই মহাকাশ গবেষণা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে সে উড়ে যাবে ইসরোতে (ISRO)। নবম শ্রেণীর এই ছাত্রীর সাফল্যে স্বাভাবিকভাবে খুশি স্থানীয় বাসিন্দারা। নবম শ্রেণীর ছাত্রী সৃঞ্জা মল্লিক বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারের বাসিন্দা। ইসরোর পক্ষ থেকে আয়োজিত ১৪ দিনের মহাকাশ গবেষণা সংক্রান্ত প্রশিক্ষণে সৃঞ্জা ডাক পেয়েছে।

‘অন্তরীক্ষ জিজ্ঞাসা’ অনুষ্ঠানে যুববিজ্ঞানী কার্যক্রম ১৪-২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমে অংশগ্রহণ করতে সৃঞ্জা অন্ধপ্রদেশের শ্রীহরিকোটায় যাবে। সৃঞ্জা বীরভূমের নূতনগ্রাম উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনের ছাত্রী। বাবা সৌম্যজিৎ মল্লিক ও মা অদিতি মল্লিক ওই স্কুলেরই শিক্ষক। তবে, সৃঞ্জার সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Srinja

নানুরের তৃণমূল নেতা কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি এই খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান সৃঞ্জার বাড়ি। সৃঞ্জা জানিয়েছে, “আমি খুব উৎসুক হয়ে আছি। জীবনে প্রথমবার চোখের সামনে রকেট দেখতে পাবো। দেখতে পাবো কিভাবে সেগুলি উৎক্ষেপণ করা হয়। আমার অনুপ্রেরণা এপিজে আবদুল কালাম।”

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর