চুক্তি ভেঙে টাকা হাপিসের অভিযোগ, মামলা দায়ের হল কপিল শর্মার বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: মিথ‍্যে বলে টাকা আদায় করার অভিযোগে ফাঁসলেন কপিল শর্মা (Kapil Sharma)। জনপ্রিয় কমেডিয়ানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এক ব‍্যবসায়িক প্রতিষ্ঠান। ২০১৫ সালে নর্থ আমেরিকা ট‍্যুরের সময়ে ছয়টি শোয়ের জন‍্য পারিশ্রমিক দেওয়া হয়েছিল কপিলকে। কিন্তু তিনি মাত্র পাঁচটি শোতেই পারফর্ম করেছিলেন বলে অভিযোগ।

মার্কিন মুলুকের নিউ জার্সিতে অফিস রয়েছে ওই ব‍্যবসায়িক প্রতিষ্ঠানের, যার মালিক অমিত জেটলি।  সম্প্রতি নিজেদের সোশ‍্যাল মিডিয়া পেজে কপিল শর্মার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করার কথা জানানো হয়েছে।

Kapil Sharma childhood pic
ওই প্রতিষ্ঠানের মালিকের দাবি, কপিল নাকি বলেছিলেন ক্ষতিপূরণের টাকা তিনি দিয়ে দেবেন। অথচ তারপর থেকে একাধিক বার তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উত্তর মেলেনি কমেডিয়ানের। তারপরেই মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে।

উল্লেখ‍্য, এই মুহূর্তে নর্থ আমেরিকার ট‍্যুরেই ব‍্যস্ত রয়েছেন কপিল শর্মা। সঙ্গে রয়েছে তাঁর ‘দ‍্য কপিল শর্মা শো’ এর কলাকুশলীরা। ভ‍্যানকুভার এবং টরন্টোতে পারফর্ম করেছেন কপিল, সুমনা চক্রবর্তী, কিকু সারদা, ক্রুষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর, চন্দন প্রভাকররা। তবে দায়ের হওয়া মামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব‍্য করেননি কপিল।

এর আগেও একাধিক বিতর্কে ফেঁসেছেন কপিল। কয়েক মাস আগেই দ‍্য কপিল শর্মা শোকে বয়কটের ডাক উঠেছিল নেটপাড়ায়। দ‍্য কাশ্মীর ফাইলস ছবির টিমকে মুক্তির আগে নিজের শোতে আসার জন‍্য আমন্ত্রণও জানাননি কপিল। প্রখ‍্যাত কমেডিয়ান ও তাঁর শোয়ের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ক্ষুব্ধ নেটনাগরিকরা কপিলের শো বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিল।

কপিল অবশ‍্য মাঝে মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। নেটিজেনদের আর্জি জানিয়েছিলেন, এক তরফা গল্পে বিশ্বাস না করতে। তাতে অবশ‍্য চিঁড়ে ভেজেনি। তারপর কপিলকে স্বস্তি দিয়েই ব‍্যাপারটা নিয়ে মধ‍্যস্থতা করেন অনুপম খের।

Niranjana Nag

সম্পর্কিত খবর