বাংলাহান্ট ডেস্কঃ এবার ত্রিপুরা থানায় মামলা দায়ের করা হল পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নামে৷ ত্রিপুরায় সোনামুড়া থানায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সোহেল রানা নামে সোনামুড়ার স্থানীয় এক বিজেপি নেতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
বিজেপি নেতার অভিযোগ, দিন কয়েক আগেই সোনামুড়ায় তৃণমূলের হয়ে পুরভোটের প্রচার করতে গিয়েছিলেন বাংলার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখানে গিয়ে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করা এবং বেশ কয়েকজনকে মারধরের হুমকিও দিয়েছেন ফিরহাদ হাকিম। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হাকিম সাহেবের বিরুদ্ধে মামলা করেন ওই বিজেপি নেতা।
প্রসঙ্গত শনিবার সোনামুড়ায় এক সভায় উপস্থিত হয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘কুয়োর ব্যাং হচ্ছে বিপ্লব দেব, ভাবে কুয়োটাই পৃথিবী। আমাদের কর্মীদের মেরে মেরে হাসপাতালে পাঠাচ্ছে তো, আমাদের কিন্তু মাত্র ৫ মিনিট সময় লাগবে জবাব দিতে। এখানে একটা মারলে, ওখানে পাঁচটা মারব আমরা। কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিশ্বাস সবার উপরে মানুষ সত্য। তাই মানুষের সমর্থনেই তৃণমূল জিতবে’।
তৃণমূল মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধীতা করে ত্রিপুরার এক বিজেপি নেতা বলেছিলেন, ‘ভেঙে দেব, গুঁড়িয়ে দেব- এইসমস্ত মন্তব্যের তীব্র বিরোধীতা করছি আমরা। এভাবেই তো তৃণমূলের সংস্কৃতি বোঝা যাচ্ছে। নিজেদের রাজ্যে জায়গা না পেয়ে, ত্রিপুরায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপি এই হুমকির রাজনীতিকে কখনই সমর্থন করে না’।