বাংলহান্ট ডেস্কঃ ইন্দনেশিয়ার (Indonesia) বিরুদ্ধে চীনের (china) করা ষড়যন্ত্রের পর্দা ফাঁস করল এক মৎস্যজীবী। সমুদ্রে মাছ ধরতে গিয়ে খুঁজে পেলেন এক চীনা সাবমেরিন ড্রোন (Chinese Submarine Drone)। কিন্তু কিভাবে সেটি ইন্দোনেশিয়ার সমুদ্রে পৌঁছেছিল তা এখনও জানা যায়নি। তবে বর্তমানে এই ড্রোনটি সেনবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
ডেটিক নিউজ সূত্রে জানা গিয়েছে, গত ২০ শে ডিসেম্বর সেরুদ্দিন নামে এক মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যান। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওসি প্রদেশের একটি অংশ সিলিয়ার দ্বীপপুঞ্জেরর কাছাকাছি এলাকায় তিনি একটি অদ্ভুত ধরণের জিনিস খুঁজে পান। প্রথম অবস্থায় কিছু বুঝে উঠতে না পেরে, তিনি সেটিকে নিয়ে উপরে উঠে আসেন। এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
A fisherman in Selayar Island, South Sulawesi, has found a UUV:
Length: 225 cm
Tail: 18 cm
Wingspan: 50 cm
Trailing antenna: 93 cmVery similar to China's 'Sea Wing' UUV, which, if it's true, raised many questions especially how it managed to be found deep inside our territory pic.twitter.com/RAiX8Xw2BK
— JATOSINT (@Jatosint) December 29, 2020
পরবর্তীতে জানা যায়, এটি আসলে একটি চীনা সাবমেরিন ড্রোন। যেটি ইন্দোনেশিয়ার ওই অংশ থেকে পাওয়া যায়। কিন্তু সেটি কিভাবে সেখানে আসে, এখনও তা জানা সম্ভব হয়নি। তবে এটি প্রথমবার নয়, এই ধরণের ড্রোন আগেও ইন্দোনেশিয়ার মাসালেম্বু দ্বীপপুঞ্জ এবং রিয়াউ দ্বীপপুঞ্জগুলিতে পাওয়া গিয়েছিল। এটি প্রকৃতপক্ষে দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থল অর্থাৎ ‘ভারত মহাসাগরের দ্বার’-এ পাওয়ায় আরও বেশি করে আশঙ্কার জন্ম নিয়েছে।
বর্তমানে এই ড্রোনটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এই টর্পেডো আকৃতির ড্রোনটি প্রায় ৭.৪ ফুট লম্বা। সামনের দিকে সেন্সর রয়েছে এবং পিছনের দিকে একটি অ্যান্টেনা ইনস্টল করা রয়েছে। তবে কিভাবে এটি ইন্দোনেশিয়ার সমুদ্রে প্রবেশ করল, সেটা জানার চেষ্টা চলছে।