বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মধ্যে ফের টেলিভিশনে ফিরে এসেছে মহাভারত (Mahabharata)। আর ফিরতে না ফিরতেই তা ট্রেন্ডিং লিস্টেও চলে গিয়েছে। এই কালজয়ী ধারাবাহিকের শিল্পীরাও নতুন করে উঠে এসেছেন জনপ্রিয়তায়। তবে ইন্টারনেটের দুনিয়ায় সবকিছুই যেমন রাতারাতি ভাইরাল হয়ে যায় তেমনই কখন যে কি ‘মিম মেটিরিয়াল’ হয়ে উঠবে তা বলাও বেশ কঠিন।
ঠিক এমনটাই হয়েছে মহাভারতের সঙ্গেও। এই ধারাবাহিক নিয়েই এখন দেদারে বানানো হচ্ছে মিম। কারণ? ভীষ্ম পিতামহের পিছনে রাখা একটি এয়ার কুলার! হ্যাঁ, সম্প্রতি এমনই দৃশ্য চোখে পড়েছে নেটিজেনদের। অনুষ্ঠান চলাকালীনই ভীষ্মের পেছনে রাখা কুলারের কিছু চোখে পড়েছে। আর তাই নিয়েই শুরু হয়েছে হাসি মজা।
টুইটারে একটি ছবি এখন রীতিমতো ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে ভীষ্মের পেছনে রাখা একটি বড়সড় সাদা বস্তু যা দেখতে হুবহু এয়ার কুলারের সামনের ব্লেডের মতো। এই ছবিটি দেখে অনেকেই মনে করছেন সম্ভবত গ্রীষ্মকালে শুটিং চলছিল ও পরে ক্যামেরা শুরু হওয়ার পরেও তা কুলারটি সরাতে ভুলে গিয়েছে সেটের লোকজন।
https://twitter.com/TheBeardestGuy/status/1253270075487817728?s=19
Starbucks cup in GOT is nothing as compared to the cooler for Bhisma Pitamaha in #Mahabharat 🙏🏻 pic.twitter.com/2uJUNItnzK
— C O N F U J I T (@SurajitTweet) April 23, 2020
কেউ কেউ মন্তব্য করেছেন, এতেই প্রমাণ হয় মহাভারত সমসাময়িক যুগের চেয়েও অনেক এগিয়ে ছিল। আবার অনেকে এর সঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অফ থ্রোনসেরও মিল খুঁজে পেয়েছেন। সেখানেও ভুলবশত একটি চরিত্রের সামনে রাখা কফির কাপ সরাতে ভুলে গিয়েছিল সেটের লোকজন।
It is not cooler it is pillar design. pic.twitter.com/289xwReCuY
— Silpa (@MrsPatro) April 24, 2020
Its a pillar not cooler
"Cooler Behind Bhishma Pitamah in Mahabharat Reminds Netizens of Game of Thrones' Cup Fiasco "https://t.co/Iyy6b5kwso pic.twitter.com/FlyWSvqp29
— ujjwal bhalla (@UjjwalBhalla) April 23, 2020
তবে এই ক্ষেত্রে কিছু টুইটার ব্যবহারকারী আবার নেপথ্যের আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করেছেন। আর তাতেই জানা গিয়েছে আসলে ওটা কুলার নয়, বরং সেটের সাজানো পিলারের একটি অংশ। সেই ছবিও পাল্লা দিয়ে ভাইরাল হচ্ছে।