ট্রেকিংয়ে গিয়ে আগুন জ্বালানোতেই ঘটল সর্বনাশ! ভয়ঙ্কর দাবানল নাগাল্যান্ডের জুকো উপত্যকায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: তিন দিন ধরে জ্বলছে নাগাল্যান্ডের (Nagaland) প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জুকো উপত্যকা। প্রবল হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল, যার প্রভাব পড়েছে জাপফু পর্বতশ্রেণির বিস্তীর্ণ অংশেও। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠায় প্রশাসন আকাশপথে আগুন নেভানোর প্রস্তুতি নিচ্ছে। রবিবার থেকে হেলিকপ্টারের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

ভয়াবহ দাবানলে জ্বলছে নাগাল্যান্ডের (Nagaland) জুকো উপত্যকা

শুক্রবার প্রথম জুকো উপত্যকার জঙ্গলে আগুনের সূত্রপাত হয়। শুরুতে প্রায় ১.৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। কোহিমা জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক জানান, হাওয়ার গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাহাড়ি এলাকায় শুষ্ক আবহাওয়া থাকায় আগুন আরও ভয়াবহ আকার নেয়। এই পরিস্থিতিতে নাগাল্যান্ড (Nagaland) রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ভারতীয় বায়ুসেনার সহায়তায় একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:মেক্সিকোর ৫০ শতাংশের শুল্কবাণের পরিপ্রেক্ষিতে কী পরিকল্পনা দিল্লির? মিলল বড় আপডেট

নাগাল্যান্ডের (Nagaland) প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুকো উপত্যকার যে অংশে আগুন লেগেছে তা অত্যন্ত দুর্গম। খাড়া পাহাড়ি ঢাল ও সড়কপথের অভাবে সেখানে দমকলের গাড়ি পৌঁছনো কার্যত অসম্ভব। ফলে স্থলপথে আগুন নেভানোর চেষ্টা সীমিত হয়ে পড়েছে। স্থানীয় গ্রাম প্রশাসনের সহায়তায় আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চলছে, তবে প্রতিকূল ভূপ্রকৃতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, নাগাল্যান্ডের (Nagaland) খোনোমা গ্রামের কাছে জঙ্গলে চার জন স্থানীয় ট্রেকার নিজেদের তাঁবুর সামনে আগুন জ্বালিয়েছিলেন। জল আনতে তাঁরা কিছু সময়ের জন্য জায়গা ছাড়তেই সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত দাবানলে রূপ নেয়। আগুনে আটকে পড়েন ওই চার জন ট্রেকার। শনিবার তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার পর তাঁরা জঙ্গলে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন বলে প্রশাসন জানিয়েছে।

A devastating wildfire in Nagaland's Dzukou Valley.

আরও পড়ুন: নিজের বিলাসবহুল জেটেই ভারতে এসেছেন মেসি! রয়েছে আলট্রা-লাক্সারি ফিচার্স, দাম কত জানেন?

এই ঘটনার পর নাগাল্যান্ড (Nagaland) সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় বাসিন্দা, ট্রেকার ও পর্যটকদের জুকো উপত্যকা এবং আশপাশের জঙ্গল এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বনাঞ্চলে আগুন ব্যবহারের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসনের আশা, আকাশপথে জল ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং জুকো উপত্যকার প্রাকৃতিক পরিবেশকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে।