বাংলা হান্ট ডেস্ক: জীবকুলের মধ্যে যদি হিংস্র প্রাণীর তালিকা তৈরি করা হয় তাহলে নিঃসন্দেহে ওই তালিকার এক্কেবারে ওপরের দিকে থাকবে বাঘ-সিংহ-চিতার মত ভয়ঙ্কর প্রাণীগুলি। পাশাপাশি, এগুলির ক্ষিপ্রতাও অবাক করে দেয় সবাইকেই। এমনকি, এই সব প্রাণীদেরকে এড়িয়ে থাকতেই পছন্দ করে অন্যান্য প্রাণীরাও। এমতাবস্থায়, এই হিংস্র প্রাণীগুলির শিকারের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।
শুধু তাই নয়, সেইসব ভিডিওগুলি থেকে খুব সহজেই অনুমান করা যায় যে, এই প্রাণীগুলি ঠিক কতটা ভয়ানক হতে পারে। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে এগুলির পাল্লায় পড়ে প্রাণ যায় মানুষেরও। তবে, পশুদের “মেজাজ” বোঝা সত্যিই দায়! কখন যে তারা কোন মুডে থাকে তা কেউই বলতে পারেনা। আর সেই কারণেই এক অবাক করা ভিডিও বর্তমানে সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে একদম নাগালের মধ্যেও শিকারকে পেয়ে কিছুতেই আক্রমণ করছেনা একদল বাঘ। আর এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সকলেই নেটমাধ্যমে সময় কাটাতে ভালোবাসি। এমনকি, সেখানে ভাইরাল হওয়া ভিডিওগুলিও মনোরঞ্জনের জন্য দেখি আমরা। তবে, একাধিক কন্টেন্টের ভিডিও সেখানে মজুত থাকলেও আমরা পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলিই দেখতে পছন্দ করি। কারণ, সেগুলির অকৃত্রিম সব আচরণ খুব সহজেই মন জয় করে নেয় সবার। এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, বাঘেদের ডেরায় কার্যত আটকা পড়ে যায় একটি কুকুর। পাশাপাশি, সেখানে বেশ কয়েকটি বাঘকেও দেখা যায়। এমনতাবস্থায়, কুকুরটি বুঝতে পারে যে, সে বড় বিপদের মধ্যে রয়েছে। যেই কারণে, সে ভয়ে একটি পাথরের আড়ালে গুটিসুটি মেরে বসে থাকে। যদিও, বাঘেদের চোখ এড়ায়নি ব্যাপারটি। বরং, তারা বারংবার কুকুরটির কাছে এসে সেটিকে পর্যবেক্ষণ করতে থাকে।
এমনকি, একটা সময়ে কুকুরটির কাছে এসে তার ঘ্রাণও নিতে থাকে একটি বাঘ। অর্থাৎ, খুব সহজেই তারা আক্রমণ করতে পারত ওই কুকুরটিকে। কিন্তু, সেটা না করে কার্যত সবাইকে অবাক করে দেয় বাঘগুলি। মূলত, সেটিকে আক্রমণ করা থেকে বিরত থাকে তারা। আর এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলে দিয়েছে নেটমাধ্যমে। পাশাপাশি, অত্যন্ত রোমহর্ষক এই ভিডিও দেখে কার্যত অবাক হয়েছেন নেটিজেনরা। এছাড়াও, ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যাও।