সুশান্ত মামলায় নয়া মোড়, নয় মাস ধরে পালিয়ে বেড়ানোর পর NCB-র জালে মূল সন্দেহভাজন

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত‍্যুর সঙ্গে যুক্ত মাদক মামলায় (drug case) চাঞ্চল‍্যকর মোড়। মূল সন্দেহভাজন হিসাবে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে গ্রেফতার হল এক মাদক ব‍্যবসায়ী। শুক্রবার সাহিল শাহ ওরফে ফ্ল‍্যাকো নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে NCB। তিনি প্রয়াত সুশান্তের প্রতিবেশী ছিলেন বলে জানা যাচ্ছে। গত নয় মাস ধরে গা ঢাকা দিয়েছিলেন সাহিল।

সূত্রের খবর মারফত জানা যাচ্ছে, গত বুধবার NCBর কাছে আত্মসমর্পণ করেন সাহিল। এতদিন ধরে দুবাইতে নিজের স্ত্রীর সঙ্গে লুকিয়ে ছিলেন তিনি। মুম্বই ফিরতেই গ্রেফতার করা হয় সাহিলকে। সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মাদক মামলায় মূল সন্দেহভাজন হিসাবে তাঁর নাম উঠে আসার পর থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন সাহিল।

Sushant Singh Rajput biopic in the works 1200x675 1

গত বছর জুন মাসে আদালতে মাদক মামলায় আগাম জামিনের আবেদনও করেছিলেন তিনি। কিন্তু সে আবেদন খারিজ করে দেয় বম্বে হাই কোর্ট। গত বছর এপ্রিল মাসে NCB র তদন্তকারী আধিকারিক দাবি করেন, তদন্তে জানা গিয়েছে করন অরোরা ও আব্বাস লাখানি নামে দুই ব‍্যক্তিকে মাদক সরবরাহ করতেন সাহিল। এই দুজনকেই প্রথমে গ্রেফতার করা হলেও পরে জামিন পেয়ে যান তাঁরা। NCB সূত্রে খবর, সুশান্ত মৃত‍্যু মামলার পাশাপাশি ২০২১ এ একটি গাঁজা বাজেয়াপ্ত হওয়ার মামলা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে সাহিলকে।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল‍্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। অভিনেতার আকস্মিক মৃত‍্যুতে তোলপাড় হয়েছিল দেশ‌। বলিউডকে বয়কট করার ডাক উঠেছিল নেটজনতে। সুশান্ত মৃত‍্যু রহস‍্যের তদন্তে নেমেছিল তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু রহস‍্যের কোনো কিনারাই এখনো হয়নি। এই নতুন তথ‍্যতে রহস‍্য সমাধানের কোনো দিশা দেখা যায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।


Niranjana Nag

সম্পর্কিত খবর