মেয়ের স্কুলের ফি চুলোয় যাক, ধোনিকে দেখতে ৬৪ হাজার খরচ! মাহি ভক্তের কাণ্ডে তাজ্জব সবাই

বাংলা হান্ট ডেস্ক: ‘থালা ফর আ রিজন’! সম্প্রতি এই লাইনটাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ। আর হবে নাই বা কেন? যেখানেই চেন্নাইয়ের ম্যাচ রয়েছে সেখানেই পৌঁছে যাচ্ছে ধোনি (MS Dhoni) ভক্তরা। স্টেডিয়াম জুড়ে মাহি…. মাহি…. চিৎকার। সেই উল্লাসে কান পাতা দায়। দিনকয়েক আগে সুনীল নারিন তো নিজের কানকেই বন্ধ করে নিয়েছিলেন। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের তালিকায় মাহির নাম সবার উপরে।

তবে এই প্রথম নয়, মাহির জন্য ভক্তদের উন্মাদনা এর আগেও প্রকাশ পেয়েছে। তাকে এক ঝলক দেখার জন্য ভক্তরা হাজার বাধা বিপত্তিকে অগ্রাহ্য করতে পারে। এই যেমন সম্প্রতি একজন নিজের মেয়ের স্কুল ফি না দিয়ে সেই টাকা খরচ করেছেন খেলার টিকিটের পেছনে। পুরো ৬৪ হাজার টাকা দিয়ে স্টেডিয়ামে পৌঁছেছেন তিনি।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে চিপকের স্টেডিয়ামে চেন্নাই বনাম কলকাতার খেলার দিন। ঐদিনই নিজের তিন মেয়েকে নিয়ে খেলা দেখতে গেছিলেন জনৈক মাহিভক্ত। সেখানেই তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে টিকিট পাননি তিনি। এরপর ৬৪ হাজার খরচ করে ব্ল্যাকে টিকিট পান। আর এই টিকিট কিনতে গিয়ে মেয়ের স্কুল ফি টাই খরচ করে ফেলেছেন তিনি।

আরও পড়ুন : প্লে অফে খেলবে এই ৪ দল! IPL গ্রুপ পর্বেই হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী

তবে কেবল তিনি একাই খুশি তাই নয়, মাহিকে সামনে থেকে দেখে বেজায় খুশি তার মেয়েরাও। তার মেয়ে বলেন, ‘আমার বাবা অনেক পরিশ্রম করেছেন এই টিকিটগুলো পেতে। ধোনিকে খেলতে দেখে আমরা খুব খুশি হয়েছিলাম।’ ওদিকে ঐ ভক্ত বলেন, ‘আমি টিকিট পাইনি, তাই কালোবাজার থেকে টিকিট কিনেছি। এই টিকিটের মোট দাম ছিল ৬৪ হাজার টাকা। আমাকে এখনও স্কুলের ফি দিতে হবে। কিন্তু আমরা এমএস ধোনিকে একবার দেখতে চেয়েছিলাম। আমার তিন মেয়ে এবং আমি খুব খুশি।’

আরও পড়ুন : সরে গেলে পথের কাঁটা! KKR-র জন্য চরম সুসংবাদ, আগামী ম্যাচে জয় নিশ্চিত শ্রেয়সদের

mahendra singh dhoni

সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া আসছে নেটিজেনদের থেকে। কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও বেশিরভাগই বিরক্তি প্রকাশ করেছেন। এইদিন ইউরোলজিস্ট ডক্টর জেসন ফিলিপ এই ঘটনায় বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এই বোকামি বর্ণনা করার মতো কোনও শব্দ আমার কাছে নেই।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘শিশুদের শিক্ষার চেয়ে ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ নয়।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর