বাবার পেটেই জন্ম নিতে পারবে শিশু

Published On:

বাংলাHunt: এবার কি বাবাদের পেট থেকে নতুন শিশু জন্ম নেবে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে দেখা যাচ্ছে বাবারা গর্ভবতী হচ্ছে, ফলে এই ছবি নিয়ে অনেকে টোল করা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি শিশু হলে যেমন বাচ্চা গর্ব রূপে ধারণ করে সেই রকম পেটের প্রাকৃতিক হয়েছে একটি যুবকের।

ফলে বিশেষজ্ঞদের মনে করছে ছেলেদের হরমোন এবং মেয়েদের মিশ্রনে যে ধরনের ভ্রুণের সৃষ্টি হয় তারপর ধীরে ধীরে ন মাস অতিক্রম করে একটি শিশুর জন্ম হয়। শোনাযায় রাশিয়ার একটি ছেলে পেটে এরকম পেট থেকে শিশু জন্ম নিয়েছিল, সেই নিয়ে গোটা বিশ্ব উত্তাল হয়ে গেছিল।

অনেক বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞানী পদ্ধতিতে ছেলেদের গর্ভপাত হওয়া কোন মতেই সম্ভব নয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় যে ছবি নিয়ে ভাইরাল হয়েছে এই ছবির সত্যতা যাচাই করে নি বাংলা হান্ট। কিন্তু অনেক নারী এবং পুরুষ এই ছবিটি মাধ্যম দিয়ে তারা ভুল তথ্য প্রমাণের চেষ্টা করছে।

এবার হয়তো ছেলেদের পেটে জন্ম নেবে সন্তান কিন্তু বিজ্ঞানীরা বলছেন এরকম হওয়ার সম্ভাবনা একদমই নেই বা এইরকম পদ্ধতি এখনো তৈরি হয়নি

সম্পর্কিত খবর

X