হেলমেট না পরে গাড়ি চালানোয় ১,০০০ টাকার জরিমানা ব্যক্তির! তারপরে যা হল….

বাংলা হান্ট ডেস্ক: গাড়ি হোক কিংবা বাইক, রাস্তায় যানবাহণ চালানোর ক্ষেত্রে অবশ্যই হতে হয় সতর্ক। শুধু তাই নয়, নির্ধারিত নিয়ম ভঙ্গ হলেই তৎক্ষণাৎ জারি করা হয় চালান (Challan)। সেক্ষেত্রে দিতে হয় জরিমানা। কিন্তু, এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকে। মূলত, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে বসবাসকারী এক ব্যক্তি তাঁর ফোনে এমন একটি বার্তা পেয়েছেন যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ওই বার্তায় লেখা ছিল যে, হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য তাঁর ১,০০০ টাকার ট্রাফিক চালান জারি করা হয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই ঘটনাই এবার ঘটেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তিনি চালাচ্ছিলেন একটি অডি গাড়ি। আর সেই গাড়িটি চালানোর সময়ে হেলমেট না থাকার কারণেই তাঁর উদ্দেশ্যে ট্রাফিক চালান জারি করা হয়।

   

A fine of Rs 1,000 is imposed on a person for driving without wearing a helmet.

এদিকে, এই অদ্ভুত বিষয়টি সামনে আসার পরেই ওই ব্যক্তি কার্যত নিরুপায় হয়ে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চালানোর বিস্তারিত তথ্য তুলে ধরেন। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁকে যাতে আর এহেন সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণে তিনি হেলমেট পরেই এখন গাড়ি চালাচ্ছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বাহাদুর সিং পরিহার।

আরও পড়ুন: সতর্ক করেছিলেন বাইডেন! এবার কর্মীদের চিন ছেড়ে অন্য দেশে বসতি স্থাপনের নির্দেশ দিল Microsoft

মিডিয়া রিপোর্টে দেখানো ট্রাফিক চালানের ছবি থেকে সামনে এসেছে, ওই চালানটি টু-হুইলারে ক্যাটাগরিতে থাকলেও সেখানে মোটর কারের উল্লেখ রয়েছে। এদিকে চালান জারি হওয়ার পর বাহাদুর সিং পরিহার এই বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ জানিয়েছে যে, তারা নির্বাচনের পরে বিষয়টি তদন্ত করবে।

আরও পড়ুন: প্রেমে পড়েছেন রিঙ্কু, হোটেলে হাঁটু গেড়ে কাকে ভালোবাসার প্রস্তাব দিলেন KKR তারকা?

এমতাবস্থায়, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টির সমাধান হচ্ছে, ততক্ষণ বাহাদুর সিং পরিহারের এই সমস্যা থেকে মুক্তি কার্যত নেই বললেই চলে। আর এই কারণেই চালান পাওয়ার পরে তিনি তাঁর অডি গাড়িটি চালানোর সময়ে আর “রিস্ক” না নিয়ে হেলমেট পরতে রীতিমতো বাধ্য হয়েছেন। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই, বাহাদুর সিংকে হেলমেট পরিহিত অবস্থায় অডি চালাতে দেখে পথচলতি মানুষরাও অত্যন্ত অবাক হচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর