বাংলা হান্ট ডেস্ক: ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দিনের সফরে দোহায় রয়েছেন। এমতাবস্থায়, সোমবার, গোয়েল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন। যেখানে, পীযূষ গোয়েল বলেন যে, ভারত ও কাতারের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) আগামী বছরের মাঝামাঝি অথবা ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে চূড়ান্ত হতে পারে। এই চুক্তি উভয় দেশকেই ব্যাপকভাবে উপকৃত করবে।
কাতারের সঙ্গে সম্পন্ন হবে মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement):
পীযূষ গোয়েল জানান, “দুই দেশের মধ্যে আলোচনা খুবই ইতিবাচক এবং গঠনমূলক দিকে এগিয়ে চলেছে। আমরা আশা করছি আগামী বছরের মাঝামাঝি অথবা তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ভারত ও কাতারের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে (Free Trade Agreement) পৌঁছনো সম্ভব হবে। দুই দেশের মধ্যে বর্তমানে আলোচনা চলছে।” উল্লেখ্য যে, ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারত এখন কাতারের সঙ্গে বাণিজ্য জোরদার করতে চাইছে বলে মনে করা হচ্ছে। কাতারও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করছে।
এই দেশগুলির সঙ্গেও আলোচনা চলছে: কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ভারত বিশ্বব্যাপী ভারতীয় বাণিজ্যকে আরও জোরদার করার জন্য পেরু থেকে শুরু করে চিলি এবং আরও কয়েকটি দেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) নিয়ে আলোচনা করছে। আগামী দিনে এই আলোচনা ইতিবাচক মোড় নেবে বলেও আশাবাদী তিনি।
আরও পড়ুন: আর নয় চিন-নির্ভরতা! দেশের প্রথম কোম্পানি হিসেবে সরকারের কাছ থেকে বিশেষ সার্টিফিকেট পেল Ola
ভারত ও কাতারের মধ্যে ১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য: পীযূষ গোয়েলের মতে, ভারত ও কাতারের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৩০ বিলিয়ন ডলারে বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে। এর জন্য FTA-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কৃষি থেকে শুরু করে খাদ্যপণ্য, অপ্রচলিত জ্বালানি, রিনিউয়েবল জ্বালানি উৎস, ডেটা সেন্টার, পর্যটন, প্রসাধনী, ওষুধ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কাতারের সাথে সহযোগিতা বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা হয়েছে ১.৮৪ কোটি! শেয়ার বাজারে রকেটের গতি এই কোম্পানির স্টকে
CII এবং FICCI-র মতো সংস্থাগুলির কাছ থেকে আশা: কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে কাতার ভারতে ভালো প্রোমোটার এবং ভালো প্রকল্প খুঁজছে এবং তিনি আশা করেন যে CII এবং FICCI-র মতো সংস্থাগুলি চমৎকার বিনিয়োগের সুযোগ প্রদান করবে। উল্লেখ্য যে, উপসাগরীয় সহযোগিতা পরিষদে (GCC) কাতার ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত হয় ২০২৪-২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৪.১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।