বাংলাহান্ট ডেস্কঃ অষ্টম দফা নির্বাচনে শেষ দিন বোলপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা ছিল তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty)। নির্দিষ্ট স্থানে হেলিকপ্টার থেকে নেমেই মাস্কহীন জনস্রোত দেখে, উলটো দিকে হাঁটলেন মহাগুরু। কিছুতেই উঠতে চাইলেন না সভার মঞ্চে। অবশেষে ব্যারিকেডের ভিতর থেকেই বার্তা দিলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে।
টিভি স্ক্রিনের পর্দায় দেখা মহাগুরুকে একবার সামনে থেকে চোখের দেখা দেখার জন্য উপছে পড়েছিল জনগণের ভিড়। কমিশনের নির্দেশিকা অমান্য করেই সেখানেই উপছে পড়েছিল জনতার ভিড়। হয়েছিল ৫০০ জনেরও বেশি মানুষের জমায়েত।
সেই জমায়েতে অধিকাংশের মুখেই মাস্ক না থাকায় মঞ্চেই উঠলেন না মহাগুরু। ব্যারিকেডের ভিতর থেকে নিজেই প্রতিনিধিদের সঙ্গে ভিড় সামলানোরও কাজ করেন। খুব বেশি হলে ৫ মিনিট মত তিনি বক্তৃতা দেন সেখানে। আর সেখান থেকেই আক্রমণ করেন তৃণমূলকে। তিনি বলেন, ‘কেন কৃষকরা কেন্দ্রের যোজনার টাকা পাচ্ছেন না?’
তবে মঞ্চে উঠে বক্তৃতা না দিলেও, যাবার আগে তিনি বলেন, ‘অনির্বান গঙ্গোপাধ্যায় জিতলে আবার আসব। তখন বড় করে অনুষ্ঠান করব’।