৭ ঘণ্টায় ৭৫ বার! দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড গড়লেন তরুণী

   

বাংলাহান্ট ডেস্ক: আগামী ১৫ ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে দেশ। সারা দেশ জুড়ে শুরু হবে “আজাদী কা মহোৎসব”। উৎসব উপলক্ষে আয়োজিত হবে নানা ধরনের অনুষ্ঠান। সেই উৎসবের আগেই এবার জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করলেন এক তরুণী।

“জনগণমন ” আমাদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে সেই ছোটবেলা থেকেই। স্কুলের প্রার্থনা সংগীত গাওয়ার সময় হোক কিংবা সিনেমা হলে ছবি শুরুর আগে ,জাতীয় সংগীত প্রতি নিয়ত উদ্বুদ্ধ করে আমাদের। জাতীয় সংগীত আমাদের মনের মধ্যে জন্ম দেয় দেশাত্মবোধের। আমাদের সকল ভারতবাসীকে জাতি ভাষা ধর্ম নির্বিশেষে একাত্ম করে এই জাতীয় সংগীত। এবার ভারতের জাতীয় সংগীত ৭ ঘন্টায় ৭৫ বার গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক তরুণী।

পান্ডুগা অর্চনা নামে ওই তরুণীর ছোটবেলা কেটেছে তেলঙ্গানার করিমনগরে। ছোটবেলা থেকে জাতীয় সংগীত গাইতে পছন্দ করতেন পান্ডুগা। বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসতো জাতীয় সংগীত গাইবার জন্য। বিজ্ঞানের স্নাতকত্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এম এড করেন তিনি। বর্তমানে তেলেঙ্গানার একটি বেসরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল পদে কর্মরত অর্চনা। এবছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। তাকে শ্রদ্ধা জানাতে অর্চনা ঘটালেন এমন কান্ড। মাত্র ৭ ঘন্টায় ৭৫ বার জাতীয় সংগীত গেয়ে জিতে নিলেন সারা দেশের মন।

তাকে সম্মানিত করেছে করিমনগরের পুলিশ কমিশনার ভি সত্যনারায়ণ। অর্চনার এই বিরল কীর্তিতে মন্ত্রমুগ্ধ সারা তেলেঙ্গানাবাসী। ডিজিটাল মাধ্যমে তাকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।
উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “ভারত বিধাতা” কবিতার একটি অংশ আমাদের জাতীয় সংগীত “জনগণমন”। এই অংশটিকে ১৯৫০ সালে দেশের জাতীয় সংগীত হিসেবে মর্যাদা দেওয়া হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর