বাংলা হান্ট ডেস্কঃ গত ১৭ ফেব্রুয়ারি ট্রেন ধরার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে নিজের অনুগামীদের নিয়ে যাচ্ছিলেন রাজ্যের শরম প্রতিমন্ত্রী জেকির হোসেন। আর সেই সময় ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। অনুগামীদের ভিড়ের মাঝে আচমকাই ফেটে ওঠে এক বোমা। এই বিস্ফোরণে আহত হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ ২৩ জন। জাকির হোসেনের একটি আঙুল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওনাকে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। এখন ওনার অবস্থা স্থিতিশীল।
এই ঘটনার পিছনে কারা রয়েছে সেটার তদন্ত করতে নামে সিআইডি, ফরেনসিক এবং বম্ব স্কোয়াড। ঘটনার তদন্তে নেমে ৭ দিনের মাথায় গ্রেফতার করা হয় এক সন্দেহভাজনকে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ নাসিম। সে আদতে বাংলাদেশের বাসিন্দা।
শেখ নাসিম ট্রেনে হকারি করে। আর হকার হওয়ার সুবাদে স্টেশন চত্বরে অবাধে যাতায়াত ছিল তাঁর। নাসিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর নেপথ্যে কারা আছে, সেটা নিয়ে চলছে জেরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার