বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ফুঁসছে বাংলা। এই নারকীয় ঘটনার প্রতিবাদে সরব প্রত্যেকে। এবার এই ধর্ষণ খুনের ঘটনার বিরুদ্ধে চলা প্রতিবাদ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করায় এক হোমগার্ডকে ক্লোজ করল পুলিশ। সেই সিদ্ধান্তকে পাল্টা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ওই হোমগার্ড।
পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হোমগার্ড
জানা যাচ্ছে, আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলা প্রতিবাদ নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন হোমগার্ড কাশীনাথ পান্ডা। সেই ‘অপরাধে’ তাঁকে ক্লোজ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate)। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি।
কাশীনাথবাবুর অভিযোগ, তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ প্রদান করা হয়নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের (Justice Partha Sarathi Sen) দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা! DA বাড়ছে এই রাজ্য সরকারি কর্মীদের! সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
জানা যাচ্ছে, ইতিমধ্যেই হোমগার্ড কাশীনাথ পান্ডাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী শুক্রবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হতে পারে বলে খবর। এদিকে নাগরিক সমাজের একাংশের কথায়, আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে সরব হলেই অনেককেই সরকারের রোষের মুখে পড়তে হচ্ছে।
দুর্গাপুজোর মধ্যে যেমন শহর কলকাতার ত্রিধারা পুজো মণ্ডপে বিচার চাই স্লোগান তোলার জন্য ৯ জন গ্রেফতার করেছিল পুলিশ। নিম্ন আদালতের তরফ থেকে তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এক সপ্তাহের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। পরবর্তী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতেই ধৃতদের জামিনে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। গত শনিবার তাঁদের মুক্তি দেওয়া হয়। এবার কাশীনাথবাবুর মামলার শুনানিতে কী হয় সেটাই এবার দেখার।