বাংলা হান্ট ডেস্কঃ রেল পরিবহন হলো আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পরিবহন মাধ্যম। আমাদের দেশে প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাতায়াত করে। অফিস টাইমে হোক কিংবা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রেল যাত্রা সবসময়ই মানুষের কাছে অতি পছন্দের। তবে ট্রেনে করে মানুষ ছাড়াও আমরা বিভিন্ন মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি, যা আমাদের কাছে ‘মালগাড়ি’ নামে পরিচিত। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ট্রেনের ভেতরে সফররত একটি ঘোড়াকে দেখে চোখ কপালে উঠেছে অসংখ্য মানুষের। কি রয়েছে ভাইরাল সেই ভিডিওয়?
ট্রেনের ভিতর অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে ঘোড়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যতটা আশ্চর্যজনক, ঠিক ততটাই চিন্তার ব্যাপারও বটে। জানা যাচ্ছে, শিয়ালদহ ডায়মন্ডহারবার ডাউন লোকাল ট্রেনে এহেন ঘটনা ঘটেছে। ট্রেনের ভেতরকার দৃশ্যটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরই শুরু হয় বিতর্ক। ভিডিও দেখা যাচ্ছে, ট্রেনে একাধিক মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে একটি ঘোড়া। ফলে সেই প্রাণীটি স্টেশন প্ল্যাটফর্ম-এ কিভাবে প্রবেশ করল এবং সর্বোপরি ট্রেনের ওপর উঠলোই বা কিভাবে, এসকল কারণ জানার জন্যই তৎপর হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছে যে, এই ঘোড়াটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্ল্যাটফর্মে ঢুকলো কি করে? আবার অনেকে মজার ছলে মন্তব্য করে যে, ঘোড়াটি ট্রেনে ওঠার টিকিট কি করে কাটলো। ফলে, অনেকে মজার ছলে বিষয়টি উড়িয়ে দিলেও বেশ কিছু মানুষ রেল কর্তৃপক্ষের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে এ ব্যাপারে।
জানা গিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘোড়ার দৌড়ের আয়োজন করা হয়। তাতেই অংশ নিয়েছিল এক ঘোড়ার মালিক। ফলে অনুষ্ঠান শেষে অগত্যা দক্ষিণ দুর্গাপুর স্টেশনে পৌঁছে উঠে পড়েন ট্রেনে। যাত্রীরা বারণ করলেও এক্ষেত্রে কথা শোনেননি ঘোড়ার মালিক।
ঘটনাটি সামনে আসার পর অবশ্য ভারতীয় রেল তদন্তে নেমেছে এবং উক্ত ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে তারা।