উৎসবের মরশুমেই শেয়ার বাজারে বিশাল ধস! ক্ষতির অঙ্ক জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আবহেই বুধবার দুপুরের আগে ধস নামল শেয়ার বাজারে (Share Market)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নিফটিতে (Nifty) এক শতাংশেরও বেশি পতন পরিলক্ষিত হয়েছে। একই হাল রয়েছে সেনসেক্সেরও (Sensex)। যার ফলে বুধের বাজারে রীতিমতো রক্তাক্ত হয়ে গিয়েছে বাজার। এদিকে, মনে করা হচ্ছে যে, এই পতন আরও বাড়তে পারে।

উল্লেখ্য যে, বুধবার দুপুরের মুনাফা বুকিংয়ের কারণে সেনসেক্স ৬০০ পয়েন্টের বেশি এবং নিফটিতে ২০০ পয়েন্টের পতন ঘটে। বর্তমানে BSE সেনসেক্স ৬১১ পয়েন্টের পতনের জেরে ৬৩,৯৪৭ পয়েন্টে এবং নিফটি ২০০ পয়েন্টের পতনের ফলে আপাতত ১৯,০৮০ পয়েন্টে লেনদেন করছে।

A huge crash in the stock market during the festive season

হয়েছে বিপুল ক্ষতি: বুধবারের বাণিজ্যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিতে ফের বিশাল পতন পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, NSE-র মিড ক্যাপ সূচক ৪৩৪ পয়েন্ট এবং স্মল ক্যাপ সূচক ১২৩ পয়েন্ট কমে ট্রেড করছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে স্বস্তির খবর! লাফিয়ে কমল সোনা-রুপোর দাম, জেনে নিন সর্বশেষ দর

উল্লেখ্য যে, সামগ্রিকভাবে বাজারের এই পতনের কারণে বিনিয়োগকারীরা ৩ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি, BSE-র মার্কেট ক্যাপ প্রায় ৪ লক্ষ কোটি টাকা কমেছে। এর ফলে মার্কেট ক্যাপ নেমে এসেছে ৩০৭.৪০ লক্ষ কোটি টাকায়। যা গত সেশনে ছিল ৩১১.৩০ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: চন্দ্রযানের প্রশংসা করে আগামী ১৫ বছরের মিশনের পরিকল্পনা সামনে আনল চিন, জানলে হবেন অবাক

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে বাণিজ্যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিতে ফের বিশাল পতন দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেনসেক্সের ৩০ টি স্টকের মধ্যে, মাত্র ৪ টি লাভের সাথে এবং ২৬ টি লোকসানের সাথে লেনদেন করছে। পাশাপাশি, নিফটির ৫০ টি স্টকের মধ্যে ৯ টি ঠিক থাকলেও ৪১ টি নিম্নমুখী রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর