উৎসবের মরশুমে স্বস্তির খবর! লাফিয়ে কমল সোনা-রুপোর দাম, জেনে নিন সর্বশেষ দর

বাংলা হান্ট ডেস্ক: ফের বড়সড় সুখবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বুধবারে সোনা-রুপোর (Gold-Silver Price) দামে পতন পরিলক্ষিত হয়েছে। এদিন MCX এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনার দামে পতনের বিষয়টি স্পষ্ট হয়েছে। রুপোর দামও হ্রাস পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী সময়ে এই দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে, আমরা সোনা এবং রুপোর সর্বশেষ দামের বিষয়টি উপস্থাপিত করছি।

সোনার দাম: MCX এক্সচেঞ্জে আজ অর্থাৎ বুধবার সকালে, ৫ ডিসেম্বর, ২০২৩-এ ডেলিভারির জন্য সোনার দর ০.১৩ শতাংশ বা ৭৭ টাকা পতনের সাথে প্রতি ১০ গ্রামে ৬০,৪৭৮ টাকায় ট্রেড করেছে।

রুপোর দাম: এদিকে, সোনার পাশাপাশি দেশীয় ফিউচার রুপোর দামও কমছে। বুধবার সকালে, ৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রুপো MCX এক্সচেঞ্জে ০.২১ শতাংশ বা ১৫৩ টাকা কমে প্রতি কেজিতে ৭১,৬২৯ টাকায় ট্রেড হয়। পাশাপাশি, ৫ মার্চ, ২০২৪ তারিখে ডেলিভারির জন্য রুপো আজ ৭৩,১২০ টাকার স্তরে খোলা হয়েছে।

আরও পড়ুন: চন্দ্রযানের প্রশংসা করে আগামী ১৫ বছরের মিশনের পরিকল্পনা সামনে আনল চিন, জানলে হবেন অবাক

বিশ্বব্যাপী সোনার দাম: বুধবার সকালে বিশ্বব্যাপী সোনার দাম কমতে দেখা গেছে। কমেক্সে সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.১৭ শতাংশ বা ৩.৪০ ডলার কমে ১,৯৮২.৭০ ডলার প্রতি আউন্সে ট্রেড করতে দেখা গেছে। পাশাপাশি, বিশ্বব্যাপী সোনার স্পট মূল্য প্রতি আউন্সে ১,৮৫৯.৬০ ডলারে লেনদেন হচ্ছে।

আরও পড়ুন: মোদী-আম্বানির সাথে দেখা করলেন বিশ্বের সবথেকে “পাওয়ারফুল” ব্যক্তি! কে তিনি? প্রকাশ্যে এল বড় প্ল্যান

বিশ্বব্যাপী রুপোর দাম: বুধবার সকালে সোনার পাশাপাশি বিশ্বব্যাপী রুপোর দামও কমেছে। কমেক্সে, রুপোর বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.৩১ শতাংশ বা ০.০৭ ডলার কমে ২৩.০৫ ডলার প্রতি আউন্সে ট্রেড করতে দেখা গেছে। অপরদিকে, রুপোর বিশ্বব্যাপী স্পট মূল্য প্রতি আউন্সে ২২.৮৯ ডলারে ট্রেড করতে দেখা গেছে।

Gold and silver prices fall again

ক্রমশ কমছে দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে সোনা-রুপোর দামে লাগাতার পতন দেখা যাচ্ছে। ইজরায়েল-হামাস যুদ্ধের আগেও সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে, এবার ফের এই দাম কমতে দেখা যাচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর