ভারতীয় বায়ুসেনার ছটি হেলিকপ্টার কিনলেন ‘কাবাড় ওয়ালা”, দেখতে ভিড় জমাল গ্রামের লোক

বাংলা হান্ট ডেস্কঃ হেলিকপ্টার কিম্বা এরোপ্লেনের প্রতি মানুষের আকর্ষণ নতুন কিছু নয়। উড়ুক্কু এই যানগুলি মানুষের আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তব করেছে আর তাই হেলিকপ্টার কাছ থেকে দেখতে বারবারই ছুটে আসেন মানুষ। এবার অনলাইনে ভারতীয় এয়ার ফোর্সের ছটি হেলিকপ্টার কিনে নিলেন পাঞ্জাবের এক ‘কাবাড়ি বালা’ বা ভাঙাচোরা জিনিসের ব্যবসায়ী। অবশ্য প্রতিটি হেলিকপ্টারই বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু পাঞ্জাবের মনসা এলাকায় ভারতীয় এয়ার ফোর্সের এই বিমান গুলি দেখতে রোজই ভিড় করছেন প্রচুর মানুষ। কেউ সেলফি তুলতে চান, কেউবা দেখতে চান একটুখানি ছুঁয়ে।

পাঞ্জাবের মনসার বাসিন্দা ডিম্পল অরোরা ভাঙাচোরা জিনিসপত্রের ব্যবসা করেন। ১৯৮৮ সালে এই ব্যবসা শুরু করেছিলেন তার বাবা মিতু কাবাড়ি। তখন অবশ্য তাদের এতোখানি পসার ছিল না। তবে ধীরে ধীরে এই ব্যবসা রীতিমতো লাভজনক হয়ে ওঠে তাদের পক্ষে। জানা গিয়েছে এখন প্রায় এক একর জমি এই ভাঙাচোরা জিনিসপত্র রাখার কাজেই ব্যবহার করেন তারা।

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার সারসাওয়া এয়ার বাস স্টেশন থেকে বায়ুসেনার ছটি নষ্ট হয়ে যাওয়া হেলিকপ্টার বিক্রি হবে শুনেই এ বিষয়ে নিলামের জন্য আগ্রহী হয়ে ওঠেন ডিম্পল। জানা গিয়েছে এই ছটি হেলিকপ্টার কিনতে খরচ হয়েছিল ৭২ লাখ টাকা। যদিও কেনার সাথে সাথেই তিনটি হেলিকপ্টার বিক্রি হয়ে যায়। একটি হেলিকপ্টার স্মৃতি হিসেবে রাখার জন্য কিনে নিয়েছেন এক ব্যক্তি। একটি হেলিকপ্টার বিক্রি করা হয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অণ্যটি কিনেছেন মুম্বাইয়ের এক বিখ্যাত হোটেল ওয়ালা।

বাকি তিনটি হেলিকপ্টার সাহারানপুর থেকে মনসায় নিয়ে আসার ব্যবস্থা করেন ডিম্পল। যদিও এতেও যথেষ্ট টাকা খরচ করতে হয়েছে তাকে। ৭৫ হাজার টাকা ভাড়া পরেছে একেকটি ট্রলারের। লকডাউনের কারণে কেনার সাথে সাথেই নিজের এলাকায় হেলিকপ্টার গুলিকে নিয়ে আসতে পারেননি ডিম্পল। তবে আপাতত তা পৌঁছেছে মনসায় আর তারপর থেকেই রীতিমত ভীড় জমতে শুরু করেছে এই ভাঙাচোরা হেলিকপ্টার গুলিকে দেখার জন্য।

ডিম্পল জানিয়েছেন, রোজই বহু মানুষ আসতেন এই হেলিকপ্টারগুলির সাথে একবার ছবি তুলে স্মৃতি হিসেবে রাখার জন্য। এতে অবশ্য কোনো আপত্তি নেই তার।

 

Abhirup Das

সম্পর্কিত খবর