আজব কাণ্ড! রাস্তাতেই পার্ক করা হল হেলিকপ্টার, ট্রাফিক জ্যামে নাজেহাল সবাই, কোথায় ঘটল এই ঘটনা?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। মূলত, একটু সময় পেলেই আমরা চোখ রাখি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। যেগুলিতে প্রতিদিন হাজার হাজার ছবি এবং ভিডিও ভাইরাল হতে থাকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেগুলির মধ্যে এমন কিছু ছবি বা ভিডিও থাকে যেগুলি দেখার পর অবাক হয়ে যান প্রত্যেকেই। সেই রেশ বজায় রেখেই এবার একটি অদ্ভুত ছবি সামনে এসেছে।

উল্লেখ্য যে, আকাশপথে দ্রুত এবং সহজে যাতায়াতের ক্ষেত্রে একটি জনপ্রিয় মাধ্যম হল হেলিকপ্টার। বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে হেলিকপ্টার পরিষেবা দিতেও শুরু করেছে। তবে এবার, মাঝরাস্তাতেই হঠাৎ দেখা গেল আস্ত এক হেলিকপ্টারকে। শুধু তাই নয়, সেই ছবি ইতিমধ্যেই ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। আর সেটি দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি হেলিকপ্টারকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশাল যানজটও শুরু হয়ে যায়। মূলত, রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারটিকে দেখতে ভিড় জমান অনেকেই।

আরও পড়ুন: পাশে রয়েছে আমেরিকা, সৌদি আরব! প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে স্বার্থক করে ভারতের সঙ্গে রেলপথে জুড়বে ইউরোপ

আর সেই ছবিই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, একটি প্রকাণ্ড হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝেই। আর সেটিকে ঘিরে ভিড় করে রয়েছে বাইক থেকে শুরু করে অটো এবং সাধারণ মানুষ। যার জেরে তৈরি হয়েছে যানজট। ওই ছবিটি আমান সুরানা নামে এক ব্যবহারকারী এক্স মাধ্যমে পোস্ট করেছেন। ছবিটি দেখে বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) এলাকার বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ভারত! এবার এই পড়শি দেশেও দাপট দেখাবে UPI, G-20 সম্মেলনের আগেই সম্পন্ন হল ৩ টি চুক্তি

তবে হেলিকপ্টারটিকে ওই অবস্থায় দেখে অবাক হয়েছেন প্রত্যেকেই। গত ৭ সেপ্টেম্বর বিকেলে ছবিটি পোস্ট করা হয়। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি ছবিটির পরিপ্রেক্ষিতে একের পর এক মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “HAL এলাকার বাসিন্দারা তাঁদের কাজে দেরি করার অজুহাত হিসেবে এই ছবিটি ব্যবহার করতে পারেন।” পাশাপাশি আরেকজন মজার ছলে লিখেছেন, “আমি আমার বসকে জানাবো একটি পাখি রাস্তা পার হচ্ছিল। তাই আমার আসতে দেরি হয়েছে।” সামগ্রিকভাবে ছবিটি, হইচই ফেলে দিয়েছে নেটমাধ্যমে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর