ঘুমন্ত কুকুরকে হঠাৎ আক্রমণ চিতার, লড়াইয়ে কি হল শেষ পর্যন্ত? দেখুন ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কুকুর (dog) ও চিতাবাঘের (leopard) মধ‍্যে কে বেশি শক্তিশালী। সবাই বলবেন, চিতা। এই দুজনের মধ‍্যে যদি লড়াই হয় তাহলে কে জিতবে? উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন, চিতা। কারন যে বেশি শক্তিশালী সবসময় সেই জেতে। কিন্তু যদি বলি সবসময় এমনটা হয় না? মাঝে মাঝে উলটো দৃশ‍্যটাও দেখা যায়।
এই ভিডিওই তার সবথেকে বড় প্রমাণ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুর জঙ্গলের রাস্তার ওপর শুয়ে বিশ্রাম করছে। হঠাতই পেছন থেকে আক্রমণ। চোখের নিমেষে একটি চিতা এসে ঝাঁপিয়ে পড়ে কুকুরটির ওপর। কিন্তু ঘটনার আকস্মিকতায় একটু হকচকিয়ে গেলেও পিছু হটেনা কুকুরটি।


বরং চিতার সামনে দাঁড়িয়ে সমানে ডেকে যায় কুকুরটি। প্রথমে কয়েক মিনিট আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও শেষে ভয় পেয়ে ফের জঙ্গলে ঢুকে যায় চিতাটি। ভিডিওটি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।
টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন দিগ্বিজয় সিং খাতি। ক‍্যাপশনে তিনি জানিয়েছেন এটি রাজস্থানের একটি পুরনো ভিডিও। ভিডিওতেই দেখা যায় একটি জিপ থেকে তোলা হয়েছে এই ভিডিও।

নেটিজেনরা নানান মন্তব‍্য করছে এই ভিডিও দেখে। একজন লিখেছে, সবাই আসলে তিশ মার খান হয়। শুধু সুযোগ পাওয়ার অপেক্ষা। আর একজন লিখেছে, মনে হয় চিতাটি খেলতে চাইছিল। যদি তার আক্রমণই করার থাকত তাহলে কুকুরটির ডাকার আগেই করত।

সম্পর্কিত খবর

X