সিঙ্ঘু বর্ডারে পুলিশ আধিকারিকের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা আন্দোলনকারীর!

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লী সীমান্তে চলা কৃষকদের আন্দোলনের আজ ৮৫ তম দিন। ২৬ জানুয়ারি ট্রাক্টর প্যারেডে হওয়ার হিংসার পর প্রতিটি আন্দোলন স্থলেই দিল্লী পুলিশের সুরক্ষা ব্যবস্থা কড়া করে দেওয়া হয়েছে। একই অবস্থা দিল্লীর সিঙ্ঘু বর্ডারেও। আর এরই মধ্যে মঙ্গলবার সিঙ্ঘু বর্ডারে মোতায়েন এক পুলিশ আধিকারিক (SHO)-এর উপর এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পালিয়ে যায়।

দিল্লী পুলিশ অনুযায়ী, সিঙ্ঘু বর্ডারে গতকাল এক আন্দোলনকারী দ্বারা হামলা করার পর SHO আহত হয়েছেন। আন্দোলনকারী পুলিশের গাড়ি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। তখন পুলিশ তাঁকে আটকাতে গেলে সে পুলিশের উপর ধারালো হাতিয়ার দিয়ে হামলা করে। এরপর পুলিশ তাঁকে মুকরবা চৌকের পাশ থেকে গ্রেফতার করে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর