বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি নিয়ে একাধিকবার কোণঠাসা হতে হয়েছে বিজেপিকে। একদিকে যেমন সরব হয়েছে বিরোধীরা, তেমনি অন্যদিকে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সমালোচনায়। কার্যত ফের একবার উঠে এলো ১৫ লক্ষ টাকার গল্প। ঘটনাটি সামনে এসেছে বিহারের খাগারিয়া জেলা থেকে।
এদিন এই জেলার বাসিন্দা রঞ্জিত দাসকে অ্যারেস্ট করে পুলিশ। অভিযোগ গ্রামীণ ব্যাংকের আধিকারিকদের ভুলে তার অ্যাকাউন্টে চলে এসেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা। এখন সেই টাকা দিতে অস্বীকার করছে রঞ্জিত। সেই সূত্র ধরেই পুলিশ তাকে অ্যারেস্ট করলে কার্যত তার মাথায় আকাশ ভেঙে পড়ে। রঞ্জিতের দাবি সে ভাবতেই পারেনি এটা আধিকারিকদের ভুল। বরং তার মনে হয়েছিল প্রধানমন্ত্রী যে ১৫ লক্ষ টাকা দেবার কথা বলেছেন তারই প্রথম কিস্তি পাঠানো হয়েছে।
রঞ্জিতের কথায়,”আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটা হয়তো তারই প্রথম কিস্তির টাকা এসেছে।” সাথে সাথেই সে আরও জানিয়েছে টাকা খরচ হয়ে গিয়েছে। তাই টাকা ফেরত দিতে পারেনি সে।
প্রসঙ্গত উল্লেখ্য এ ধরনের ঘটনা এই প্রথম নয়, এর আগেও এসবিআই গ্রাহকদের ক্ষেত্রে সামনে এসেছে এ ধরনের ঘটনা।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!