কোয়ারেন্টাইনে থাকাকালীন দলিতের রান্না খেতে অস্বীকার করায় এক ব্যাক্তির বিরুদ্ধে দায়ের হল মামলা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের ( Uttar Pradesh) কুশিনগর (Kushinagar) জেলায় সোমবার এক ব্যাক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ওই ব্যাক্তির বিরুদ্ধে দলিতের হাতের রান্না খাওয়ার কথা অস্বীকার করেছে বলে অভিযোগ উঠেছে। সিরাজ আহমেদ নামের অভিযুক্ত ব্যাক্তি কুশিনগর জেলার একটি প্রাইমারি স্কুলে বানানো কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে। ওই ব্যাক্তির সাথে আরও চারজন ওই কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে বলে জানা যায়।

পুলিশ জানায়, দিল্লী থেকে ২৯ মার্চ নিজের গ্রামে ফেরে সিরাজ আহমেদ (Seraj Ahmad) নামের ওই ব্যাক্তি। এরপর তাঁকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

১০ এপ্রিল ওই গ্রামের বাসিন্দা লীলাবতী দেবী, যিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষ। তিনি কোয়ারেন্টাইন সেন্টারে যান আর সেখানে সবার জন্য রান্না করে। ওনার রান্না করার প্রধান কারণ হল, সেদিন কোয়ারেন্টাইন সেন্টারে রাঁধুনি এসে উপস্থিত হয়েছিলেন না। এর জন্য লীলাবতী দেবী ৫ জনের জন্য রান্না করেন। এরপর অভিযুক্ত ব্যাক্তি সিরাজ আহমেদ লীলাবতী দেবীর করা রান্না খেতে অস্বীকার করে।

এই ঘটনার পর লীলাবতী দেবী সাদ ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক সিং এবং ব্লক ডেভলপমেন্ট অফিসার রামাকান্তের কাছে এই ঘটনার কথা জানান। গত রবিবার তিনি থানায় একটি অভিযোগও দায়ের করেন এই বিষয়ে। থানার ইনচার্জ আরকে যাদব বলেন, অভিযুক্ত ব্যাক্তি সিরাজ আহমেদের বিরুদ্ধে তফসিলি জাতি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আরেকদিকে স্থানীয় বিজেপি বিধায়ক দলিত মহিলা লীলাবতী দেবীর বাড়িতে যান এবং ওনার করা রান্না খান। এরপর তিনি বলেন, এরকম ঘটনা কখনোই সহ্যনিয় না। অভিযুক্তের বিরুদ্ধে সময়মতো উচিৎ পদক্ষেপ নেওয়া হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর