লকডাউনের সুযোগ উঠিয়ে মুম্বাইয়ের সমুদ্রতটে নেমেছে গোলাপী ফ্লেমিগো পাখি

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (corona virus) জেরে সারা বিশ্বে ত্রাহি ত্রাহি রব উঠেছে। যার জেরে সারা দেশজুড়ে চলছে লকডাউন (lockdown)। আর এর জেরে মানুষজন ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে, তখন সেই সুযোগের সদ্ব্যবহার করছে কিছু পশু পাখির দল। পুরীর সমুদ্র তটে লাখ লাখ কচ্ছপ, আবার নেপালের রাস্তায় গন্ডারের হাঁটাহাঁটি, চন্ডীগড়ে হঠাৎই দেখা চিতাবাঘ। সম্প্রতি মুম্বাইয়ের (mumbai) নাভি সমুদ্রতটে এক ঝাঁক গোলাপী ফ্লেমিঙ্গো (Flamingo) দেখা গেল।

সুনীল আগারওয়াল (Sunil Agarwal) নামে এক ব্যক্তি এই ভিডিওটি করেছেন। তার বক্তব্য, পূর্ণিমার ভরা কোটাল এ সমুদ্রের জল অনেক বৃদ্ধি পায়। আর এই অতিরিক্ত জলই ফ্লেমিঙ্গো দের আকর্ষণ করেছে এবং তারা প্রত্যেকেই চায় এই জায়গাটি যেন ‘ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি’ করা হয়। পশু পাখিদের এমন অবাধ বিচরণই বলে দেয় এরা মানুষের দ্বারা কতটা অত্যাচারিত হয়। তাই মানুষের যাতায়াত যখন নেই, এরা নিজের মতন করে কেমন ঘুরে বেড়াচ্ছে।

amri

 

ফ্লেমিঙ্গো পাখিটির বাংলা নাম কানঠুকি (Kanthauki)। যার অর্থ আগুনরঙা। এর বিশেষ গোলাপী পালকের জন্য এমন নামকরণ হয়েছে। গলা সরু, সরু লম্বা ঠোঁট তবে নিম্নমূখী। ছোট গলা লম্বা এবং বক্রাকার। বছরের নির্দিষ্ট সময়ে এদের সকলের সারা শরীরের অংশ গোলাপি বর্ণ ধারণ করে। এরা সমুদ্রের ধারে দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। একেকটি দলে একশটিরও বেশি ফ্লেমিঙ্গো থাকতে পারে।

 

সম্পর্কিত খবর