মুর্শিদাবাদে গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ১১ শিশু, আতঙ্ক এলাকায়

বাংলা হান্ট ডেস্ক : অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেঁটে ভয়বহ দূর্ঘটনা‌। বিস্ফোরনে আহত কমপক্ষে ১১ শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাদের সকলকেই ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চলছে চিকিৎসা।

ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, এইদিন এক পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদের ঐ এলাকায়‌। খাওয়াদাওয়া, হইহুল্লোড় সবই চলছিল। এমন সময় আচমকাই ফেঁটে যায় গ্যাস সিলিন্ডার। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলেই উপস্থিত ছিল বেশকিছু শিশু। আগুন লেগে যায় তাদের গায়েও। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

তবে অবস্থার অবনতি হতে থাকলে তাদের পাঠানো হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক আহত শিশুর অভিভাবক কুরমান আলি জানিয়েছেন, অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ভগবানগোলার হাবাসপুর খাস মহল এলাকার বাসিন্দা আলতাব শেখের বাড়িতে। সকাল থেকেই অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। তবে আচমকাই সিলিন্ডার ফেঁটে বিষ্ফোরন ঘটে।

আরও পড়ুন : পুড়ে ছাই হলেও, মিলবে না গরমের ছুটি! রাজ্য সরকারের নিয়মে রেগে লাল অভিভাবকরা

মুহুর্তের মধ্যে সেই আগুন লেগে যায় পাশের ত্রিপলে। ত্রিপলের নিচেই খেলা করছিল শিশুরা। আগুন লেগে যায় তাদের গায়েও। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। সেই পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন : ফিরছে লকডাউনের স্মৃতি, গরমের ছুটির মধ্যেই অনলাইন ক্লাস? বড় সিদ্ধান্তের পথে শিক্ষা দফতর

ওদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। সুত্রের খবর, চিকিৎসকদের সাথে এবং আহতদের পরিবারের সাথেও কথা বলেছেন তিনি। শিশুদের প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে আহতদের অবস্থা অনেকটাই স্থিতিশীল। অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে বিষ্ফোরণের তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্মীরা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর