বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) সংক্রমণে মৃতদের কবর দেওয়ার জন্য বার্মিংহামের (Birmingham) একটি মসজিদের গাড়ি পার্কিং-এ অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। সেখানে লাগাতার মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ থেকে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে মানুষের এখন বেহাল অবস্থা করোনার আতঙ্কে। চারিদিকে চলছে মৃত্যুর হাহাকার। এখনও অবধি ব্রিটেনে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ১,৪৩,০০০ এরও বেশি এবং প্রায় ১৯,৫০০ জন মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। যার মধ্যে শুক্রবার নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০০। তবে তাঁর মধ্যে থেকে প্রায় ৭৬৮ জন মারা গিয়েছেন। শহরের সমস্ত বড় বড় হাসপাতালগুলো বর্তমানে করোনা সংক্রমিতের সংখ্যায় ছেয়ে গেছে।
বিভিন্ন জায়গায় কবর দেওয়ার জায়গার অভাবে মৃত মানুষদের একসঙ্গে গণকবর দেওয়া হচ্ছে। মানা হচ্ছে না কোন নিয়মই। তাই এবার এই মৃত মানুষদের মরদেহ রাখার জন্য এগিয়ে এল এক মসজিদ কমিটি। মসজিদের ট্রাস্টি মোহাম্মদ জাহিদ এএফপিকে বলেছেন, শহরে করোনার সংক্রমণের কারণে ঘন ঘন মৃত্যুর কারণে মৃতদেহগুলি রাখার জন্য একটি অস্থায়ী ফ্রন্টিং প্রয়োজন ছিল। করোনা সংক্রমণের ক্রমবর্ধমান কেসগুলির পরিপ্রেক্ষিতে, সামাজিক দূরত্বের কারণে লোকেরা এগিয়েও আসতে চাইছেন না। ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
কোন পরিবারে ছয় পুত্র আবার চার কন্যা থাকা সত্ত্বেও, কেউই তাঁদের পরিবারের সদস্যদের শেষ কৃত্যে যেতে পারছে না। এটি পরিবারের জন্য অত্যন্ত একটি কঠিন সময়। এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটি অস্থায়ী ব্যবস্থা তৈরির করার সিদ্ধান্ত নিয়েছি। তাই মসজিদের গাড়ি পার্কিং-র জায়গায় মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে প্রতিদিন প্রায় ৬ জন বা তাঁর বেশি মরদেহ এনে শায়িত রাখা হচ্ছে।