বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মা পেশায় একজন নার্স। করোনা মোকাবিলায় তাকে নিজের কাজ করে যেতেই হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে হাসপাতালে তার থাকাটা খুবই জরুরি। এদিকে মায়ের কাছে যাবে বলে কেঁদে ভাসাচ্ছে ছোট্ট সন্তান। কিন্তু মাঝে বাধা করোনা। সন্তানের যাতে সংক্রমণ না হয় তার জন্য মা দূর থেকেই দুহাত ছড়িয়ে সন্তানকে জড়িয়ে ধরার ভঙ্গি করে। চিনের এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়।
ফের এমনই আরেকটি দৃশ্য দেখলেন নেটিজেনরা। তবে এবার প্রেক্ষাপট ভারত। হাসপাতালে মারাত্মক ব্যস্ত মা। হয়তো দিনের পর দিন বাড়িতেও আসতে পারেননি। কিন্তু সন্তানের মন কি মানে? মাকে দেখতে না পেয়ে কেঁদে অস্থির ছোট্ট মেয়ে। তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান মায়ের সঙ্গে দেখা করাতে। কিন্তু সেখানেও বাধা। সংক্রমণ এড়াতে মাস্ক পরা মা দাঁড়িয়ে রইলেন হাসপাতালের দরজায় ও মেয়ে রইল বাইকের ওপর।
দূর থেকেই দেখা হল মা মেয়ের। মেয়েকে কাঁদতে দেখে মায়ের চোখেও জল। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুই করার নেই তার। এই ভিডিও ভাইরাল হয়েছে নেটজগতে। নেটিজেনদের চোখেও জল এসেছে এই দৃশ্য দেখে। পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাক এমনটাই প্রার্থনা করছেন সবাই।
প্রতিদিন এই নার্স, চিকিৎসক , স্বাস্থ্যকর্মীরাই সারাদিন খেটে চলেছেন সাধারন মানুষের স্বার্থে। নিজেদের জীবন বাজি রেখে তারা সারিয়ে তুলছেন অসুস্থদের। কিন্তু তাদেরও যে বাড়িতে পরিবার পরিজন রয়েছে, যাদের জন্য ব্যথিত হয় তাদের মন সেই কথাটাই ফের মনে করিয়ে দিয়ে গেল এই ভিডিও।