লক ডাউন উঠে গেলেও ট্রেনে যাতায়াত করার সময় মানতে হবে এই নিয়ম, নচেৎ উঠতে দেওয়া হবে না ট্রেনে

বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আক্রান্তের সংখ্যাও প্রচুর বেশি।

আমেরিকাতে ইতালি ও স্পেনের মতন উন্নতশীল দেশ গুলিতেও করোনার থাবায় মৃত্যুমিছিল অব্যাহত। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে গত ২৩ শে মার্চ থেকে সারা ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।

১৫ ই এপ্রিল থেকে ভারত জুড়ে উঠে যাওয়ার কথা ছিল লকডাউন। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় করোনা সতর্কতায় নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। একটি সর্বভারতীয় দৈনিক প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর রেলে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। আগে থেকেই সেরে রাখা হবে সেইসব যাবতীয় প্রস্তুতি।

IMG 20200412 WA0175

লকডাউন উঠে যাওয়ার পর দেশজুড়ে যখন ট্রেন পরিষেবা চালু হবে তখন যাত্রীদের জন্য ওঠা ও নামার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।কোনও যাত্রী যদি এই নিয়ম না মানে তবে তাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না অথবা জরিমানা করাও হতে পারে। এই নিয়ম প্রথমে দূরপাল্লার ট্রেন গুলোতে চালু করা হবে বলে জানা গিয়েছে। তারপর লোকাল ট্রেনের ক্ষেত্রেও এই নিয়ম জারি করা হতে পারে।

রেলের এই নতুন নিয়মটি হল, লকডাউন উঠে গেলে ট্রেনে থার্মাল স্ক্রিনিং করে তবে যাত্রী ওঠানো এবং নামানো হবে। এছাড়াও যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক করা হবে। বসার সিট এর মধ্যেও যথেষ্ট ব্যবধান মেনে চলতে হবে। একটা কম্পার্টমেন্টের ৬০ জনের বেশি যাত্রী কোনমতে উঠানো যাবে না। এছাড়াও কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সব কাজ হবে।এই উদ্যোগ আপাতত চালু হবে ভারতীয় রেলওয়ের চেন্নাই শাখায়। যেহেতু ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এই কারণে লক ডাউন উঠে যাওয়ার সঠিক তারিখ নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলে। কবে থেকে এই নিয়ম কার্যকর হবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর