টিম ইন্ডিয়ায় নতুন কোচ! দায়িত্ব নেবেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ খেলোয়াড়

Published on:

Published on:

A new coach is going to be appointed in Team India.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Team India) ব্যাপারে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। দলটি শীঘ্রই একজন নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ পাবে। পাশাপাশি, এটাও জানা গিয়েছে যে, মহিলা প্রিমিয়ার লিগ (WPL 2026)-এর পরেই এই কোচ নিয়োগ করা হবে। ইংল্যান্ডের একজন অভিজ্ঞ খেলোয়াড় এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, ২০২৬ সালের WPL-এর পর, ভারতীয় মহিলা দলের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। ওই সফরেই দলটি একজন নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ পাবে।

টিম ইন্ডিয়ায় (Team India) নতুন কোচ:

টিম ইন্ডিয়া পাবে নতুন কোচ: জানিয়ে রাখি যে, BCCI ইতিমধ্যেই ইংল্যান্ডের নিকোলাস লিকে দলের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর দলে যোগ দেবেন। এই বছরের WPL আগামী ৯ জানুয়ারি শুরু হবে এবং আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। WPL-এর ঠিক পরেই, ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়া সফরে যাবে। যেখানে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন ফরম্যাটের সিরিজ খেলা হবে। ইতিমধ্যেই একটি সূত্র PTI-কে জানিয়েছে, ‘WPL-এর পর, লি ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন।’

A new coach is going to be appointed in Team India.

নিকোলাস লির প্রচুর অভিজ্ঞতা রয়েছে: উল্লেখ্য যে, ক্রিকেট এবং এলিট স্পোর্টসে নিকোলাস লির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন প্রাক্তন ফার্স্ট-ক্লাস ক্রিকেটার। নিকোলাস ১৩ টি ম্যাচে ৪৯০ রান করেছেন। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর ILT20 লিগে গাল্ফ জায়ান্টসের সঙ্গেও কাজ করেছেন।

আরও পড়ুন: ভারত কিংবা লন্ডনে নয়, পরিবারের সঙ্গে কোথায় নতুন বছর উদযাপন করলেন কোহলি?

নিকোলাস এর আগে ২০২৪-এর জানুয়ারি থেকে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দলের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ২০২০ সালের মার্চ থেকে ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের হেড হিসেবেও দায়িত্ব পালন করেন। নিকোলাস লি ২০১৬ সালের অক্টোবর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত শ্রীলঙ্কার পুরুষ দলের সঙ্গেও যুক্ত ছিলেন।

আরও পড়ুন: নতুন বছরেই দুর্দান্ত উপহার দিল এই সংস্থা! দাম কমল CNG-র, সস্তা হল PNG-ও

ঘরোয়া স্তরে, তিনি ২০১২ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে লিড ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার আগে, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২-র মার্চ পর্যন্ত সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন নিকোলাস লি। তিনি অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এদিকে, আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফরের পরিপ্রেক্ষিতে ভারতীয় মহিলা দলের জন্য নিকোলাস লির নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা দলের ফিটনেস এবং পারফরম্যান্সে নতুন শক্তি সঞ্চার করবে বলেও অনুমান করা হচ্ছে।