হয়ে যান সতর্ক! গাড়িতে এই জিনিসটা না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স, ১৫ নভেম্বর থেকেই লাগু নিয়ম

Published on:

Published on:

A new Toll Tax rule is going into effect.

বাংলাহান্ট ডেস্ক: আগে টোলপ্লাজায় (Toll Tax) পৌঁছলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত চালকদের। নগদ টাকায় টোল দেওয়ার ঝামেলায় সময় নষ্ট হত ঘণ্টার পর ঘণ্টা। সেই সমস্যা দূর করতেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল FASTag ব্যবস্থা। এই ডিজিটাল টোল পেমেন্ট পদ্ধতিতে টোলপ্লাজা পার হওয়ার সময় সেন্সর স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ট্যাগ স্ক্যান করে টাকা কেটে নেয়, ফলে লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকে না। বেশ কয়েক বছর ধরেই দেশে ফাসট্যাগ ব্যবহারের নিয়ম চালু রয়েছে। এমনকি সম্প্রতি সরকার বার্ষিক FASTag প্যাকেজ ব্যবস্থাও শুরু করেছে, যাতে যাত্রীরা আগাম নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সহজে চলাচল করতে পারেন।

গাড়িতে FASTag না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স (Toll Tax):

তবুও এখনও বহু মানুষ রয়েছেন, যারা নিজেদের গাড়িতে FASTag লাগাননি। সেই সব চালকদের জন্য এবার খরচ বাড়তে চলেছে অনেকটাই। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, FASTag না থাকা গাড়ির মালিকদের টোল দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, ফাসট্যাগ ছাড়া গাড়ি যদি টোলপ্লাজায় গিয়ে ইউপিআই (UPI)-এর মাধ্যমে টোল দেয়, তাহলে তাদের আসল টোলের ১.২৫ গুণ অর্থাৎ ২৫ শতাংশ বেশি টাকা দিতে হবে। আর যদি কেউ ক্যাশে অর্থাৎ নগদ টাকায় টোল দিতে চান, তাহলে দিতে হবে দ্বিগুণ টাকা (Toll Tax)।

আরও পড়ুন:দীপাবলির আগে খুশির হাওয়া! এক লাফে আড়াই গুণ বেড়ে যাচ্ছে এই সুবিধা

উদাহরণস্বরূপ, কোনও টোলপ্লাজার ফি যদি হয় ১৫০ টাকা, তাহলে ফাসট্যাগবিহীন গাড়ির মালিককে নগদ টাকায় দিলে ৩০০ টাকা দিতে হবে। আবার কেউ যদি অনলাইন পেমেন্ট করেন, তাহলে দিতে হবে ১৮৭.৫০ টাকা (প্রায় ১.২৫ গুণ)। অর্থাৎ, নগদ লেনদেন যতটা নিরুৎসাহিত করা সম্ভব, তার জন্যই এই কড়া নিয়ম আনা হচ্ছে বলে জানিয়েছে সরকার (Toll Tax)।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বর, ২০২৫ থেকে নতুন আইন কার্যকর হবে। এর নাম — ন্যাশনাল হাইওয়েজ ফি (ডিটারমিনেশন অব রেটস অ্যান্ড কালেকশন) (তৃতীয় সংশোধন) আইন, ২০২৫। এই আইনের আওতায় ফাসট্যাগবিহীন কোনও গাড়ি যদি টোলপ্লাজায় আসে, তাদের ইউপিআই বা নগদ— যে ভাবেই পেমেন্ট করা হোক না কেন, অতিরিক্ত ফি দিতে হবে (Toll Tax)।

A new Toll Tax rule is going into effect.

আরও পড়ুন: “সফর শেষ…”, অধিনায়কত্ব হারানোর পর রোহিতের পুরনো টুইটে শুরু হইচই, নিজের ভবিষ্যৎ জানতেন হিটম্যান?

সরকারের বক্তব্য, এই সিদ্ধান্তের লক্ষ্য দেশের টোলপ্লাজাগুলিতে ডিজিটাল পেমেন্ট বৃদ্ধি করা, স্বচ্ছতা আনা এবং টোল কালেকশন প্রক্রিয়া আরও আধুনিক করা। পাশাপাশি, টোলপ্লাজায় যানজট কমিয়ে যাত্রীদের সময়ও বাঁচানো যাবে (Toll Tax)।

ফাসট্যাগ ব্যবস্থার ফলে বর্তমানে দেশের ৯৮ শতাংশ টোলপ্লাজায় স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হচ্ছে বলে দাবি করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (NHAI)। বাকি যে গাড়িগুলিতে এখনও ফাসট্যাগ লাগানো হয়নি, তাদের যত দ্রুত সম্ভব এই ব্যবস্থায় যুক্ত হতে অনুরোধ জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে FASTag বিহীন চালকদের পকেটেই পড়বে চাপ। তাই যারা এখনও FASTag নেননি, তাঁদের জন্য এখনই সময়— নইলে ১৫ নভেম্বরের পর থেকে টোল দিতে গিয়ে দ্বিগুণ খরচ গুনতে হবে (Toll Tax)।