ছি ছি! প্রথম দিনেই এসি লোকাল থেকে পাকড়াও বিনা টিকিটের যাত্রী, কত টাকা পড়ল জরিমানা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সবে মাত্র চাকা গড়িয়েছে বাংলার প্রথম এসি লোকালের (AC Local Train)। শিয়ালদহ শাখায় চালু হয়েছে এই লোকাল ট্রেন। চলবে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত। সোমবার প্রথম যাত্রী নিয়ে সফর শুরু করে ট্রেনটি (AC Local Train)। আর প্রথম দিনই ঘটল কেলেঙ্কারি কাণ্ড! ধরা পড়ল বিনা টিকিটের যাত্রী। মোটা জরিমানাও আদায় করা হল তার থেকে।

বাংলার প্রথম এসি লোকালে (AC Local Train) ছিল ঠাসা ভিড়

বাংলার প্রথম এসি লোকালের (AC Local Train) বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে সোমবার থেকে। প্রথমদিন এই ট্রেনের যাত্রী ছিল ২৫০৩ জন। প্রথম এসি লোকালে (AC Local Train) উঠতে ভালোই ভিড় হয়েছিল। উন্মাদনাও ছিল দেখার মতো। ভিড়ের মধ্যে মিশে বিনা টিকিটেই ট্রেনে উঠে পড়েন এক যাত্রী। সিটের পাশে তিনি লুকিয়ে ছিলেন বলে খবর।

A passenger without ticket caught in ac local train

ধরা পড়ল বিনা টিকিটের যাত্রী: রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট পরীক্ষক তার কাছে টিকিট দেখতে চাইলেই নাকি অন্য বগিতে পালানোর চেষ্টা করেন তিনি। তাতেই সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। হাতেনাতে ধরতেই জানা যায়, টিকিট না কেটেই ট্রেনে উঠেছেন তিনি। আদায় করা হয় জরিমানা। আগেই জানা গিয়েছিল, অন্যান্য লোকাল ট্রেনের (AC Local Train) মতোই আপাতত জরিমানা হিসেবে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। সেই সঙ্গে দিতে হবে নূন্যতম ভাড়া ৩৫ টাকা। সেই মতো মোট ২৮৫ টাকা জরিমানা আদায় করা হয় তার থেকে।

আরও পড়ুন : তিন বছর পেরিয়ে নতুন নায়কের এন্ট্রি, সৌম্যদীপ কি বিদায় নিচ্ছেন ‘জগদ্ধাত্রী’ থেকে?

কত জরিমানা হল: এদিন ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এসি লোকাল (AC Local Train)। মেট্রোর মতোই স্বয়ংক্রিয় ভাবে গুলি যায় স্লাইডিং দরজা। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ১১২৮ টি হলেও এদিন মোট যাত্রী হয়েছিল ২৫০৩ জন। তবে অন্যান্য লোকাল ট্রেনের (AC Local Train) মতোই এই ট্রেনেও ধাতব হ্যান্ডেল রয়েছে। তাই অনেকেই দাঁড়িয়ে সফর করেছেন।

আরও পড়ুন : খড়ের গাদায় ছুঁচ খোঁজার সমান, ‘মৃত’ ভোটার দৌরাত্ম্য অস্থির, SIR মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, রেল সূত্রে খবর, প্রথমদিন রানাঘাট থেকে উঠেছিলেন ১০ জন টিকিট পরীক্ষক। ব্যারাকপুর থেকে ওঠেন আরও ৬ জন। তাঁদের ১ জন সিনিয়র সহ মোট ১৭ জন টিকিট পরীক্ষক ছিলেন এদিন। যদিও প্রতিদিনই এতজন করে পরীক্ষক থাকবেন কিনা তা অবশ্য জানা যায়নি।