আস্ত একটি সরকারি বাস চুরি করে পালালেন তেলেঙ্গানার এক ব্যক্তি

বাংলাহান্ট ডেস্কঃ হায়দ্রাবাদের এক ব্যক্তি যাতায়াতের জন্য কোনো মাধ্যম না পেয়ে চুরি করলেন আস্ত একটি বাস। জানা যাচ্ছে, চুরি যাওয়া বাসটি Telangana State Road Transport Corporation ( তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ) বা TSRTC এর।

রবিবার রাতে বিকারাবাদ জেলায় ঘটনাটি ঘটেছে। Telangana State Road Transport Corporation ( তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ) বা T.S.R.T.C এর একটি বাস থামলে  বাস স্টেশনে কর্মরত এক ব্যক্তি যাতায়াতের জন্য কোনো মাধ্যম সন্ধান করতে না পেরে বাসটিকে তার গন্তব্যে নিয়ে যায়। গন্তব্যে পৌঁছে তিনি বাস ছেড়ে পালিয়ে যান।

telangana bus d pti 1573634631

পুলিশ জানিয়েছে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। প্রশ্ন উঠছে যে সরকারি বাসের নিরাপত্তার হাল যদি এতটা খারাপ হয় , তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন যা ভারতের তেলঙ্গানা রাজ্যের মধ্যে পরিবহন পরিষেবা পরিচালনা করে। এটি 2014 সালে অন্ধ্র প্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনকে বিভক্ত করে গঠিত হয়েছিল।


সম্পর্কিত খবর