করোনার প্রোকোপ এর মধ্যে এতোটাই বেড়ে গেছে যার জেরে ভীড় কমেছে রাস্তা ঘাটের । তার মধ্যে বন্ধ করা হয়েছে স্কুল , কলেজ, শপিং মল। বাতিল হয়েছে খেলা,টূর্নামেন্ট , ফ্লাইট , টড়েন। আর এসবের মধ্যে কিছু মানুষের কান্ডজ্ঞান দেখে অবাক অনেকেই । আর এবার করোনার আতঙ্ক উপেক্ষা করে বিয়ে সেরে ফেললেন এক যুবক।
৮-৯ দিন আগে ফ্রান্স থেকে দেশে ফেরার পর এক ব্যক্তিকে তাঁর ফ্ল্যাটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয় । ওই ব্যাক্তি হায়দ্রাবাদের বাসিন্দা, ফ্রান্স থেকে ফেরার পর তাকে একা থাকার নির্দেশ দেওয়া হয়েছিলো কিন্তু তিনি সেকথা শোনেন নি। কাউকে কিছু না জানিয়েই তিনি তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে যান ও বিয়ে করেন। আর তারপর থেকেই চিন্তার ভাজ পড়েছে তেলেঙ্গানার সরকারের।ওই বিয়েতে আবার রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ প্রায় হাজার খানেক মানুষ আমন্ত্রিত ছিলো বলেও জানা গিয়েছে। পরে অবশ্য তা বাতিল করা হয়েছে। আর এর মধ্যেই হায়দ্রাবাদে বিদেশ থেকে ফেরত আসা মানুষদের ১৪ দিনের জন্য কয়ারেন্টাইনে থার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ভারতে ৫ জনের মৃত্যু হয়েছে এই রোগের ফলে। যার মধ্যে পঞ্জাবের এক ব্যক্তি রয়েছেন, যিনি কিছুদিন আগেই ইটালি থেকে ফিরেছেন।
প্রথম প্রাণ হারান ১২ ই মার্চ ৭৬ বছর বয়সের এক ব্যক্তির হয়। তারপর দিল্লীতে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারান। মুম্বাইয়ে ১৭ ই মার্চ ৬৪ বছরের বয়সী একজন ব্যক্তি প্রাণ হারান এবং পাঞ্জাবে ৭০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। এবং সর্বশেষ মৃত্যু হয় জয়পুরে ঘরতে আসা এক বিদশি পর্যটকের। আবার লন্ডন থেকে হায়দরাবাদে সম্প্রতি এক ছাত্র ফেরার পরে তাঁর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই ছাত্র। আর ইতিমধ্যেই সকলকেই সতর্ক করার বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আর প্রোয়োজন ছাড়া বাড়ী থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।