নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে হাড়হিম করা ঘটনা, চলন্ত ট্রেনে চললো গুলি! মৃত্যু রেলযাত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার রেল যাত্রার সময় সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল! নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসে আজ যে ঘটনা ঘটেছে তা জানতে পারার পর গায়ে কাঁটা দিয়ে উঠতে বাধ্য যে কোনও সাধারণ রেল যাত্রীর। আশঙ্কাই আততায়ীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে এক রেলযাত্রীর।

এই গোটা ঘটনা আতঙ্ক তৈরি করেছিল ওই ট্রেনের বাকি যাত্রীদের মধ্যে। স্থানীয় লোকেদের কাছে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর আগে এক জায়গায় হল্ট করে কিছুক্ষণ দাঁড়ায় গাড়িটি। তখনই সকলকে চমকে দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। যদিও কে গুলি চালিয়েছে আর কিভাবেই বা সে আত্মগোপন করেছে সেই সম্পর্কে এখনো কোনও তথ্য পাওয়া যায়নি।

আততায়ী পরিচয় জানার জন্য মরিয়া চেষ্টা করছে রেল পুলিশ। শুরু হয়ে গিয়েছে তদন্ত। ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে যে আচমকাই গলির আওয়াজ পেয়ে কিছু উৎসাহী মানুষ ট্রেনের দিকে এগিয়ে আসে এবং ট্রেনে ঢুকে তারা দেখতে পায় সেই গুলিবিদ্ধ মানুষের দেহ।

যদিও এই নাটকীয় কান্ড ঘটানোর উদ্দেশ্য কি তার এখনও কোনও আন্দাজ পাওয়া যায় না। ব্যক্তিগত শত্রুতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাবতীয় বিষয় খতিয়ে দেখছে রেল পুলিশ। কিন্তু রেলে যাত্রীদের সুরক্ষা নিয়ে যে প্রশ্ন তুলে দিল এই ঘটনা তার কি ব্যাখ্যা তাদের তরফ থেকে আসবে সেই সম্পর্কে এখনো কোনও আন্দাজ করা যাচ্ছে না।

আপাতত ওই কামরার বাকি যাত্রীদেরকে জিজ্ঞাসা বাদ করার প্রক্রিয়া আরম্ভ করার কথা ভাবছেন রেল পুলিশ। কেউ আততায়ীকে দেখেছেন কিনা সেই উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে। এই তদন্তর যদি সমাধান হয় ও খুব দ্রুত তাহলেও যে আতঙ্ক তৈরি হলো তা কাটতে বেশ কিছুটা সময় লাগবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর