সরকার টিকিয়ে রাখার উপায় বের করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বললেন- লাগাতে হবে স্বামী বিবেকানন্দের ছবি

বাংলাহান্ট ডেস্কঃ সরকার টিকিয়ে রাখতে নতুন উপায় বের করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb)। এলাকার সব বাড়িতে যদি স্বামী বিবেকানন্দের ছবি লাগানো যায়, তাহলে সরকার দীর্ঘ স্থায়ী হবে, এমনটাই মনে করেন তিনি। তবেই নাকি অনায়াসেই ৩০-৩৫ বছর টিকে যাবে সরকার।

একচেটিয়া সিপিএমের রাজ শেষ করে বিগত আড়াই বছর ধরে নিজের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে বিজেপি। এই অল্প সময়ের মধ্যেই তিনি উপায় বের করে ফেললেন কিভাবে আগামী ৩৫ বছর নিজেদের ক্ষমতা কায়েম রাখা যায়।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
আগরতলায় বুধবার বিজেপির প্রদেশ দফতরে মহিলা মোর্চার রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখান থেকে তিনি বললেন, ‘ছোট বেলায় আমি দেখতাম ত্রিপুরার প্রায় সিংহভাগ বাড়িতেই থাকত জ্যোতি বসু, স্তালিন, মাও সে তুংয়ের ছবি। যেখানে আমাদের ইষ্ট দেবতার ছবি থাকে, সেখানেই এদের ছবি থাকতে দেখতাম’।

proxy.duckduckgo.com 15

প্রত্যেক বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি লাগাতে হবে
এরপর তিনি বলেন, ‘ত্রিপুরার প্রায় ৮০ শতাংশ বাড়িতে যদি এখন থেকেই স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ছবি লাগানো যায়, তাহলে দেখবেন এই সরকার টানা ৩০-৩৫ বছর রাজ করবে। ভারতের সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরলে, তবেই তো মানুষ আমাদের বুঝবে। এই বিগত আড়াই বছরে আমরা কটা বাড়িতে বিবেকানন্দের ছবি লাগাতে পেরেছি? এই দায়িত্ব মহিলা মোর্চার কর্মীরা নিলে কেমন হয়’?

কটাক্ষ করলেন সিপিএম কর্মী
বিপ্লব বাবুর এই কথার উত্তরে ত্রিপুরা সিপিএমের এক সদস্য কটাক্ষ করে বললেন, ‘এখনও ৩ বছর হয়ে পারেনি, তাতেই মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। পরিত্রাণ চাইছে। আবার ৩০ বছর থাকতে চাইছে!’

Biplab Deb 3

বাঁশের খাদ্যবস্তু লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেখানকার বাঁশের তৈরি চাল অর্থাৎ বাম্বু রাইস সম্প্রতি লঞ্চ করেছেন। সেইসঙ্গে সেই চালের উপকারিতাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আবার কিছুদিন আগেই বাঁশের তৈরি বিস্কুট লঞ্চ করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর