চার-পাঁচ বছর ধরে সিভিকদের বেতন চুরি! কনস্টেবলের কাণ্ডে ‘থ’ পুলিশ, আলিপুরদুয়ারে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই আর্থিক দুর্নীতির অভিযোগে বীরভূম থেকে গ্রেফতার হন কোটিপতি কনস্টেবল। সেই নিয়ে চর্চার মাঝেই এবার আর্থিক দুর্নীতির অভিযোগে জেলা পুলিশের এক কনস্টেবলকে (Constable) গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে গতকাল রাতে তিনি গ্রেফতার হয়েছেন। এভাবে পুলিশের হাতেই পুলিশ গ্রেফতারের ঘটনায় জোর শোরগোল রাজ্য জুড়ে।

পুলিশ সূত্রে খবর, ধৃত কনস্টেবলের নাম দীপঙ্কর সরকার। ওই কনস্টেবল প্ৰতি মাসে জেলা পুলিশ সুপারের অফিসে পুলিশ কর্মীদের বেতনের বিল তৈরি করার কাজ করতেন। সিভিক ভলান্টিয়ারদের বেতনের তালিকা তৈরী করে ট্রেজারি অফিসে জমা করতেন দীপঙ্কর। আর সেই সুযোগকে খুব ভালো মতো কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে টাকা হাতিয়ে গেছেন ওই কনস্টেবল।

কিভাবে চলত দুর্নীতি? সূত্রের খবর, আলিপুরদুয়ার (Aliporeduar) নর্থ পয়েন্ট এলাকার বাসিন্দা ওই কনস্টেবল প্রতি মাসে বিল করার সময় জেলায় যে কয়েকজন সিভিক ভলান্টিয়ার অনুপস্থিত থাকতেন তাদের নামেও বিল করে পাঠিয়ে দিতেন। যদিও কোনো সিভিক ভলান্টিয়ার কাজে না আসলে তিনি বেতন পাবেন না এমনটাই আইন।

আরও পড়ুন: শওকতের ‘জঙ্গিদের নায়ক’ মন্তব্যের পাল্টা নওশাদ! বললেন, মুখ্যমন্ত্রীই বলেছিলেন, ‘তুই বোমা বানাস’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেসব সিভিক ভলান্টিয়াররা অনুপস্থিত থাকতেন তাদের নামে বিল করে সেই নামের পাশে নিজের আত্মীয়স্বজনদের অ্যাকাউন্ট নম্বর ট্রেজারি অফিসে পাঠাতেন দীপঙ্কর। এভাবেই বছরের পর বছর ধরে সরকারি অর্থ নিজে হাতিয়ে নিতেন ওই কনস্টেবল। পুলিশের অনুমান প্রায় চার-পাঁচ বছর থেকে এই দুর্নীতি চালিয়ে যাচ্ছিল ওই পুলিশ।

civic volunteer 1

আরও পড়ুন: বৃষ্টির রেশ কাটিয়ে কবে বিদায় নেবে বর্ষা? পুজোর আগেই বড় খবর হাওয়া অফিসের

এই বিষয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ” কনস্টেবল দীপঙ্কর সরকারকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে। গত চার-পাঁচ বছরে অফিসের সফটওয়্যারে অ্যাকাউন্ট নম্বর বদলে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা প্রতারণা করেছে ওই পুলিশকর্মী।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর