বাংলা হান্ট ডেস্ক : ধুন্ধুমার হাওড়া। টোটো (Toto) চলা নিয়ে বচসার জেরে মারামারি। ঝামেলা মেটাতে গিয়ে প্রাণ গেল এক পুরোহিতের (Priest)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শিবপুর বি গার্ডেন থানার তিন নম্বর গেট এলাকায়। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিস বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, জনবহুল এই এলাকায় যাতে বেশি জোরে টোটো না চলে তার জন্য রাস্তায় পাথর রাখা হয়েছিল। গতকাল শুক্রবার সেই পাথর সরাতে যান এক টোটোচালক। তাঁকে বাধা দেন চায়ের দোকানদার। ওই চা বিক্রেতার নাম সানি যাদব। সানির সঙ্গে তাঁর ঝামেলা বাধে ওই টোটোচালকের। সানিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তখনকার মতো চলে যায় টোটোচালক। সবাই ভেবেছিল অশান্তি মিটে গেছে।
কিন্তু দেখা যায়, শনিবার সকালে দুটি টোটোতে দলবল নিয়ে হাজির হয় ওই টোটোচালক। সানির উপর চড়াও হয় তারা। সানিকে বাঁচাতে দৌড়ে যান এলাকার বাসিন্দা এক ব্যক্তি। পেশায় পুরোহিত ওই ব্যক্তির নাম অবোধ কিশোর ওঝা (৬০)। টোটোচালকের দল অবোধকেও মারধর শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অবোধ কিশোর ওঝার।
অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। হাজির হয় বি গার্ডেন থানার পুলিসও। প্রদীপ সিং নামে এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, বাইরে থেকে লোকজন নিয়ে এসে ওই দোকানির উপর হামলা চালায় ওই টোটোচালক। পুলিস সূত্রে খবর, ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহ আলতাব ও পারভেজ মুসারফ। ধৃত দুজনকে এদিন আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে খুনের মামলা রজু করেছে হাওড়া সিটি পুলিস।