কর ফাঁকি ও ভুয়ো লেনদেন এড়াতে বড় পদক্ষেপ সরকারের! প্রয়োজন মুখ ও চোখের মনির ছবি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভুয়ো পরিচয় দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা‌ উধাও হওয়ার ঘটনা প্রায়শই ঘটছে। যার ফলে সমস্যায় পড়তে হয় আসল গ্রাহক এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। এমনকি, গ্ৰাহকদের সচেতন করার পরেও এহেন ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। তবে, এবার ব্যাঙ্ক জালিয়াতির (Banking Scam) ঘটনা কমাতেই বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার থেকে টাকা লেনদেন করতে গিয়ে গ্রাহকদের মুখ ও আইরিস অর্থাৎ চোখের মনির ছবি চাইতে পারে ব্যাঙ্ক।

সংবাদ সংস্থা রয়টার্সের মতে, ব্যাঙ্ক জালিয়াতির পাশাপাশি কর ফাঁকি দেওয়ার ঘটনা এড়াতেও এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমতাবস্থায়, বছরে একটি নির্দিষ্ট অঙ্কের লেনদেন হয়ে যাওয়ার পর পরবর্তী লেনদেন করার সময়ে এই পদ্ধতি অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট গ্রাহকদের। ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী নির্দেশিকা হিসেবে এই বিষয়টি প্রতিটি ব্যাঙ্কের কাছে পাঠানো হয়েছে। যে কারণে এখনও প্রকাশ্যে কোনো নির্দেশিকা জারি হয়নি।

মূলত, ইতিমধ্যেই কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে এই পদ্ধতিতে আর্থিক লেনদেন চালু রয়েছে। তবে, এবার পরিচয় নিশ্চিত করার এহেন পদ্ধতিটি প্রথমবারের মত ব্যাপকভাবে চালু করতে চলেছে সরকার। প্রাপ্ত খবর অনুযায়ী, এই নতুন পদ্ধতি সমস্ত গ্রাহকদের লেনদেনের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে না। বরং যেসব ক্ষেত্রে কর দেবেন এমন গ্ৰাহকেরা প্যান কার্ডের বদলে অন্য পরিচয়পত্র ব্যবহার করেন তাঁদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে, ২০২৩-এর প্রথমদিকেই এই সংক্রান্ত আইন লোকসভায় পাশ করানো হতে পারে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নতুন এই পদ্ধতিতে একটি অর্থবর্ষে ২০ লক্ষ টাকার বেশি লেনদেন হচ্ছে এমন গ্ৰাহকদের জন্য এইভাবে শনাক্তকরণের ব্যবস্থা থাকবে। এদিকে, এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই আধিকারিক জানান, যেসব গ্ৰাহকরা শুধু আধার কার্ড দিয়েই তাঁদের অ্যাকাউন্ট সক্রিয় রেখেছেন তাঁদের লেনদেনগুলিকে শনাক্ত করতেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Bank

এদিকে, লেনদেন শনাক্ত করার উদ্দেশ্যে শুরু করা এহেন ব্যবস্থা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়েও কিছু প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে। মূলত, এই নিয়মে মুখ ও আইরিশের ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এই প্রসঙ্গে প্রবীণ আইনজীবী ও সাইবার আইন বিশেষজ্ঞ পবন দুগ্গাল জানিয়েছেন, এমনিতেই ভারতীয় আইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও সাইবার সিকিউরিটির আইন এখনও বেশ দুর্বল জায়গায় রয়েছে। এমতাবস্থায়, এই নতুন নিয়মে গ্ৰাহকদের তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর