যেন এক নিঃশ্বাসেই গিলে নেবে সর্বস্ব! প্রকাণ্ড এক জীবকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে সুন্দরবনে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সুন্দরবনের (Sundarban) জঙ্গলে দেখা মিলেছে এক ধরনের সাপের। যদিও এদের সাধারণত দেখা যায় না সুন্দরবনে। খবর পাওয়ার পর তৎপর হয়ে ওঠে বনদপ্তর। এরপর জাল দিয়ে বনদপ্তরের কর্মীরা আটক করেন বিশাল অজগর সাপটিকে। বনদপ্তরের হেফাজতে নেওয়ার পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অজগর সাপটিকে।

বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সঠিক সময় সাপটিকে ছেড়ে দেওয়া হবে নির্দিষ্ট জায়গায়। বিশাল আকারের এই অজগর সাপটি উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে। বনদপ্তরের কর্মীরা ১২ ফুট লম্বা বার্মিজ পাইথনটি উদ্ধার করেছেন পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর থেকে। এলাকায় বিশাল জাল ফেলে বনদপ্তরের কর্মীরা এই সাপটিকে আটক করেন।

আরোও পড়ুন : নরম কুশন থেকে আলোর রোশনাই! ভোল বদলাচ্ছে বন্দে ভারত, এই ২৫ পরিবর্তন দেখে চমকে উঠবেন

বনদপ্তরের কর্মীরা সাপটিকে আটক করার পর নিয়ে গেছেন ধুঞ্চি বীটে। আপাতত কয়েকদিন সেখানেই সাপটিকে পর্যবেক্ষণে রাখা হবে। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপটি একটি বার্মিজ পাইথন। সুন্দরবনে সাধারণত দেখা যায় না বার্মিজ পাইথন। এমনকি বন কর্তারাও মনে করতে পারছেন না শেষ কবে সুন্দরবন বা সংলগ্ন এলাকা থেকে এই সাপ উদ্ধার করেছেন।

python pic

এখন অনেকের মনে প্রশ্ন যে কোথা থেকে এল এই সাপ? বনদপ্তর আশঙ্কা করছে বিশাল আকারের এই পাইথন সাপটি হয়তো পড়শী দেশ বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে এখানে। যদিও এই বিশাল আকারের পাইথন ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাথরপ্রতিমায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীরা বলছেন, বিশালাকারের এই সাপটি দেখলে মনে হবে যেন এক নিঃশ্বাসে সব কিছু গিলে ফেলবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X