বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমাদের রাজ্যে (West Bengal) শীতের দাপট অনেকটাই কমেছে (Weather Report)। পাশাপাশি, বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তবে, বাংলায় শীতের আমেজ কমলেও উত্তর ভারতে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। এছাড়াও, পাল্লা দিয়ে চলছে তুষারপাতও। যদিও, তার ওপরে বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকছে। উত্তর ভারতের তিনটি রাজ্যে সোমবারেও ভারী বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা ছিল।
পাশাপাশি, মৌসম ভবনের তরফে জম্মু ও কাশ্মীরের তুষারধসের বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনিতেই, গত কয়েকদিন ধরে ভূস্বর্গে শুরু হয়েছে প্রবল তুষারপাত। তবে, এবার আশঙ্কা করা হয়েছে তুষারঝড়ের। এছাড়াও, যেকোনো দুর্ঘটনা এড়াতে উপত্যকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
এদিকে, মৌসম ভবনের তরফে তিনটি রাজ্যে বৃষ্টিপাতের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এই প্রসঙ্গে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে উত্তরাখন্ড সহ হিমাচল প্রদেশ এবং সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসম ভবন আরও জানিয়েছে যে, অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে তুষারপাত ঘটতে পারে।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই বৃষ্টিপাত এবং তুষারপাতের জেরে জাতীয় ও রাজ্যসড়ক মিলিয়ে মোট ৪৭৫ টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, কিন্নুর জেলায় ৫.৬ মিলিমিটার তুষার জমেছে বলে খবর মিলেছে। এর পাশাপাশি গোন্ডালা এবং কেলং সহ বেশ কয়েকটি অঞ্চলেও তুষারপাত হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে হারের পর ভারত ছাড়ছে ইংল্যান্ড! কেন এমন সিদ্ধান্ত? জানলে হবেন অবাক
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে অসময়ে বৃষ্টি হচ্ছে। যার মধ্যে রয়েছে, দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়াণা এবং রাজস্থানের মতো রাজ্যগুলি। পাশাপাশি গত রবিবার উত্তরাখণ্ডের নিচু এলাকার একাংশে বৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, বৃষ্টির কারণে রাজ্যগুলিতে দিনের তাপমাত্রা বেশ কমেছে।