বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে হুলক গিবন বাঁদরের (Hoolock Gibbon) একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে বিরল প্রজাতির এই বাঁদরটি মানুষের মতো দু পায়ে হাঁটাচলা করছে। নেট মাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পারভীন কাসওয়ান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিরল প্রজাতির এই বাঁদর গাছ থেকে নেমে দু পায়ে সম্পূর্ণ মানুষের মতো হেঁটে বেড়াচ্ছে।
বলা বাহুল্য, হুলক গিবনকে অসমীয়া ভাষায় হোলো নামে ডাকা হয়। জানা গিয়েছে, এই প্রজাতির বাঁদরের জেনেটিক উপাদান মানুষের সাথে ৯৫% মেলে। এই কারণে ‘লিটল ম্যান অফ দ্য ফরেস্ট’ নামেও পরিচিত হুলক গিবন। উত্তর-পূর্ব ভারতের বনাঞ্চলে সীমাবদ্ধ থাকে এরা। গিবন জাতের প্রাইমেটদের মধ্যে এরা দ্বিতীয় বৃহত্তম।
৬০ থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ এই বাঁদরের ওজন ৬ থেকে ৯ কেজি পর্যন্ত হয়। আকারের দিক থেকে পুরুষ ও মহিলা হুলক প্রায় সমান। কিন্তু এদের গায়ের রং আলাদা। পুরুষদের থাকে সাদা ভ্রু সহ কালো লোমে ঢাকা শরীর। ধূসর-বাদামী লোমে ঢাকা থাকে মহিলা গিবনের শরীর। তবে বর্তমানে এই প্রজাতি হাঁটছে বিলুপ্তির পথে।
বন ধ্বংসের ফলে বাসস্থানের অভাব ও খাদ্য সংকট এদের বিলুপ্তির প্রধান কারণ। বাংলাদেশের উত্তর-পূর্ব (বৃহত্তর সিলেট) ও দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম) এলাকার বন ছাড়াও ভারত (উত্তর-পূর্বাংশ), মিয়ানমার (পশ্চিমাংশ) এবং চীনেও (দক্ষিণাংশে) দেখা মেলে এই প্রজাতির বাঁদরের। সোশ্যাল মিডিয়ায় হুলকের ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে।
The rare video of Hoolock Gibbon (Hoolock hoolock, a primate from the gibbon family, Hylobatidae) – India's only Ape, walking like a human from Kaziranga National Park, Assam. Educational video. pic.twitter.com/qi6X6YH2QP
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 27, 2023
বহু ব্যবহারকারী এই ভিডিওতে (Video) তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এই বাঁদরটিকে ‘আশ্চর্যজনক’ বলে আখ্যায়িত করেছেন। কেউ বলেছেন ‘এই ভিডিও দেখে আমি হার্ট অ্যাটাক করব।’ এখনো পর্যন্ত টুইটারে লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখেছেন। বহু মানুষ সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন যে এমন বাঁদর তারা আগে কখনো দেখেননি।