Bangla Hunt Desk: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারের বিরুদ্ধে বর্ণ ভিত্তিক জরিপ মামলায় আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহকে (Sanjay Singh) লখনউয়ের হযরতগঞ্জ পুলিশ নোটিশ পাঠিয়েছে। আগামী ২০ শে সেপ্টেম্বর পুলিশের সামনে তিনি যদি না উপস্থিত থাকেন, তাহলে পুলিশ সঞ্জয় সিংহের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অন্যান্য ধারায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে।
সঞ্জয় সিংহের বিরুদ্ধে অভিযোগ
অভিযোগ উঠেছিল, উত্তর প্রদেশের যোগী সরকারকে বর্ণবাদী বলে ফোন মারফত একটি সমীক্ষা করেছিলেন সঞ্জয় সিংহ। এই ঘটনার অভিযোগে ২ রা সেপ্টেম্বর হযরতগঞ্জ থানায় FIR দায়ের করা হয়। যার কারণেই তাঁকে ২০ শে সেপ্টেম্বর থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। সঞ্জয় সিংহের পাশাপাশি এই সমীক্ষা সংস্থার ৩ পরিচালকের বিরুদ্ধেও দেশদ্রোহিতা ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
কি এই রাষ্ট্রদ্রোহ মামলা?
যদি কোনও ব্যক্তি সরকার বিরোধী কোন মন্তব্য করেন বা লেখেন অথবা এই ধরনের কাজকে সমর্থন করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের অপমান করে এবং সংবিধানকে নিচু দেখানো চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 124A ধারায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা যেতে পারে।
এছাড়াও যদি কোন ব্যক্তি দেশবিরোধী কোনও সংস্থার সাথে যুক্ত থাকে, কিংবা তাঁদের সাহায্য করে, তাহলে তাঁর বিরুদ্ধেও এই মামলা দায়ের করা যেতে পারে। এই মামলায় অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে, তাঁর যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি হয়। এই আইনের আয়ত্তায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সর্বোপরি এই মামলা জামিনঅযোগ্য।