বাংলাহান্ট ডেস্ক : সময়টা সকাল ৮.৩০। কর্মব্যস্ত তিলোত্তমা। রোজকার মতই কেউ যাচ্ছেন বাজার করতে, আবার কেউবা ছুটছেন টিউশনের উদ্দেশ্যে। স্বাভাবিক ছন্দে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবারের সকালটা শুরু হলেও হঠাৎই যেন ছন্দ পতন ঘটল দমদম গোরাবাজারবাসীর।
সূত্রের খবর, আচমকাই বিকট শব্দ শোনা যায় দমদম ফায়ার স্টেশন থেকে। কিন্তু, হঠাৎ করে ফায়ার স্টেশনে কী এমন ঘটনা ঘটল তার প্রথমে ঠাওর করতে পারেননি কেউই। কিন্তু, কয়েক মুহূর্ত পরেই পরিস্কার হয়ে যায় পুরো বিষয়টি। জানা যায়, সাতসকালে দমদম ফায়ার স্টেশনে কর্মীকে লক্ষ করে গুলি ছোঁড়া হয়। যদিও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য অল্পের জন্য প্রাণে বেঁচে যান দমকলকর্মী স্নেহাশিস রায়। এরপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে।
ইতিমধ্যেই, দমকলকর্মী স্নেহাশিস জানিয়েছেন, দিন কয়েক আগে রাস্তায় এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লাগায় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার সকালে সেই যুবকই স্নেহাশিসের জন্য অপেক্ষা করছিলেন দমকল কেন্দ্রের সামনে এসে। স্নেহাশিস অফিসে ঢোকার মুহূর্তেই তিনি বলেন, আগের দিনের বাগবিতণ্ডার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে চান। স্নেহাশিস তার দিকে এগিয়ে যেতেই হঠাৎই বন্দুক বের করে এক রাউন্ড গুলি চালিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
প্রকাশ্য দিবালোকে এমন ভয়াবহ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টায় তল্লাশি চালাচ্ছে দমদম থানার পুলিশ।