বাংলাহান্ট ডেস্ক : সংখ্যালঘু (Minority) হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বজায় রয়েছে পাকিস্তানে (Pakistan)। এবার পাকিস্তানে খুন (Murder) হলেন এক বিখ্যাত হিন্দু চিকিৎসক (Doctor)। অভিযোগ চিকিৎসকের গাড়ির চালকই তাকে খুন করেছে। এই হত্যাকাণ্ড ঘটেছে চিকিৎসকের বাড়িতেই। পাকিস্তানের এই হিন্দু চিকিৎসকের নাম ধর্মদেব রাঠি। তিনি একজন চর্ম রোগ বিশেষজ্ঞ।
মঙ্গলবার রাতে ওই চিকিৎসককে তার গাড়ির চালক ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। সূত্রের খবর, হোলি খেলা নিয়ে ওই চিকিৎসকের সাথে বচসা হয় গাড়িচালকের। এরপর রাতে যখন চিকিৎসক বাড়ি ফেরেন তারপর ওই চালক হামলা করে। এরপর অভিযুক্ত চিকিৎসকের গাড়ি নিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও পুলিশ ওই গাড়ি চালককে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে।
এই চিকিৎসকের রাঁধুনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে চিকিৎসক যখন বাড়ি ফিরছিলেন তখন গাড়ির মধ্যেই বচসা হয় চিকিৎসক ও তার গাড়ি চালক হানিফ লেধারির। গাড়ির চালক চিকিৎসকের হোলি খেলা নিয়ে ক্ষুদ্ব ছিল। সেই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
পাকিস্তানের একটি সংবাদপত্র জানিয়েছে, হায়দ্রাবাদের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন ধর্মদেব রাঠি। এই হত্যাকাণ্ডের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সে দেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জ্ঞানচাঁদ ইসরানি। চিকিৎসকের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনার নিন্দা করা হয়েছে পাকিস্তানের শাসক দল পাকিস্তান পিপলস পার্টির তরফ থেকেও।