অল্প সময়েই কোটিপতি! এই স্টকে সামান্য বিনিয়োগেই হয়ে যাবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এমন কিছু স্টক থাকে, যেগুলি অল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীদের বিপুলভাবে লাভবান করে তোলার ক্ষমতা রাখে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক দুর্দান্ত শেয়ারের প্রসঙ্গ তুলে ধরব। মূলত, Lloyds Metals & Energy-র শেয়ার গত ৩ বছরে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই সময়ে এই স্টকটি প্রায় ১০০ গুণ পর্যন্ত রিটার্ন দিয়েছে। মাত্র ৩ বছরে, এই স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এমন ব্যক্তিকেও কোটিপতি বানিয়ে দিয়েছে। গত এক বছরে এই শেয়ারটি আড়াই গুণ পর্যন্ত রিটার্ন দিয়েছে। এদিকে এই স্টকটি মাত্র এক মাসেই ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা অনুমান করছেন যে, এই মুহূর্তে এই স্টকটির দ্বিগুণ রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জুন ত্রৈমাসিকটি ব্যবসার দিক থেকে এই কোম্পানিটির জন্য এখনও পর্যন্ত সেরা ত্রৈমাসিক হিসেবে বিবেচিত হয়েছে। ২০২৩-এর এপ্রিল থেকে জুনে কোম্পানির লৌহ আকরিকের উৎপাদনের পরিমাণ বছরে ৩৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ লক্ষ টন এবং ডিআরআই (ডাইরেক্ট রিডিউসড আয়রন) অর্থাৎ স্পঞ্জ আয়রনের উৎপাদনের পরিমাণ ৪৪.৬ শতাংশ বেড়ে ৬৬,২৭৩ টন হয়েছে। পাশাপাশি, জুন ত্রৈমাসিকেই এই কোম্পানিটি ভারতের বাইরেও পণ্য পাঠাতে শুরু করেছে।

১ লক্ষ হয়ে গেল ৩ কোটি টাকা: এই প্রসঙ্গে মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, Lloyds Metals & Energy-র শেয়ারের দাম গত ২৪ এপ্রিল, ২০২০-তে ছিল মাত্র ৪.৩৯ টাকা। কিন্তু, এখন এটির রেট বেড়ে হয়েছে ৪৫৮.৫০ টাকা। এর মানে হল, Lloyds Metals-এ বিনিয়োগকারীদের মূলধন মাত্র তিন বছরে প্রায় ১০,১৫৩ শতাংশ বেড়েছে।

শুধু তাই নয়, ১ লক্ষ টাকার বিনিয়োগ বৃদ্ধি পেয়ে এখন ১০,২৪৮,২৯১ টাকার মূলধনে পরিণত হয়েছে। গত এক বছরেও রকেটের গতিতে শেয়ারের দর বেড়েছে। ২৫ জুলাই, ২০২২-এ এটি এক বছরের সর্বনিম্ন ১৩২.৪৫ টাকার স্তরে ছিল। এরপরে, প্রায় ২৪৭ শতাংশের বেশি বৃদ্ধির পরে, এই শেয়ারটি ৫ জুলাই, ২০২৩-এ তার ৫২-সপ্তাহের উচ্চ স্তরে ৪৫৯.৯০ টাকায় পৌঁছে গিয়েছে।

 বিনিয়োগের পরামর্শ ব্রোকারেজের: উল্লেখ্য যে, ব্রোকারেজ ফার্ম ভেনচুরা ইতিমধ্যেই বিনিয়োগকারীদের এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে। সংশ্লিষ্ট ব্রোকারেজ এই শেয়ারের টার্গেট প্রাইস ১,০৪০ টাকা রেখেছে। ভেনচুরা জানিয়েছে যে, ২০২৩ থেকে ২০২৬-এর অর্থবর্ষে ওই কোম্পানির লৌহ আকরিক উৎপাদনের পরিমাণ বার্ষিক ৬৫.৪ শতাংশের চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ১৬২.৫ লক্ষ টন এবং DRI ভলিউম ৪৭.৯ শতাংশের চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ৬.৬ লক্ষ টনে পৌঁছবে। ব্রোকারেজের অনুমান অনুসারে, এটির রেভিনিউ ৪৫.৩ শতাংশের বার্ষিক চক্রবৃদ্ধি হার (CAGR) এবং অ্যাডজাস্ট নেট প্রফিট ৬২.৮ শতাংশের CAGR-এ বৃদ্ধি পেতে পারে।

A small investment in this stock will make you rich

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লিখিত স্টক সম্পর্কে ব্রোকারেজ হাউসের পরামর্শের উপর ভিত্তি করে জানানো হয়েছে। আপনি যদি এগুলিতে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে প্রথমে একজন সার্টিফায়েড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। আপনার লাভ বা ক্ষতির জন্য বাংলাহান্ট কোনোভাবেই দায়ী থাকবে না।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর